ব্যবহার হবে গোয়েন্দা তথ্য সংগ্রহে
পোকার মতো রোবট দেখা যাবে যুদ্ধক্ষেত্রে
প্রকাশ: ০০:২৯, ২৮ জুলাই ২০২৫

সায়েন্স ফিকশন সিনেমায় রোবট পোকামাকড় দেখা যায় প্রায়ই। ট্রান্সফরমার মুভিতেও ছোট আকৃতির এমন রোবট দেখা গেছে। নানা ধরনের পোকামাকড়ের আদলে তৈরি ক্ষুদ্রাকৃতির এমন রোবট শত্রুর চোখ এড়িয়ে নির্দিষ্ট জায়গায় হামলা করতে পারে। এবার সিনেমার আদলে যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগি সাইবর্গ তেলাপোকা তৈরি করেছে জার্মানির সোয়ার্ম বায়োট্যাকটিকস।
প্রতিষ্ঠানটির তথ্য বলছে, নজরদারির জন্য বট হিসেবে কাজ করবে এই সাইবর্গ তেলাপোকা। ক্যামেরা ও সেন্সর যুক্ত থাকায় দূর থেকে রিয়েল-টাইম তথ্য জানা যাবে। রোবটগুলো একক বা ঝাঁকের মতো দলগতভাবে কাজ করতে পারে। শত্রু এলাকা থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে বেশ কার্যকর।
সাইবর্গ ব্যবহারের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব হবে। এ বিষয়ে সোয়ার্ম বায়োট্যাকটিকস জানিয়েছে, জীবন্ত পোকামাকড়ের ওপর ভিত্তি করে তৈরি এমন জৈব-রোবটে স্নায়ু উদ্দীপনা যুক্ত করা হয়েছে। এসব রোবট সেন্সর ও সুরক্ষিত যোগাযোগ মডিউল দিয়ে ভালো কাজ করেছ।
ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ যখন সামরিক ব্যয় বৃদ্ধি করছে, তখন জার্মানি তার অস্ত্রাগারকে আধুনিকীকরণের জন্য স্টার্টআপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দিচ্ছে। এরই ধারাবাহিকতায় পোকামাকড়ের আদলে নজরদারি রোবটে তৈরি করেছেন দেশটির বিজ্ঞানীরা।