রোববার, ০৩ আগস্ট ২০২৫

| ১৮ শ্রাবণ ১৪৩২

নতুন সফটওয়্যার আপডেট

এআই ব্যবহার করে খবরের মূল অংশ দেখাবে অ্যাপলের ডিভাইস

প্রকাশ: ১১:০৫, ২৪ জুলাই ২০২৫ | আপডেট: ০৯:১৪, ২৭ জুলাই ২০২৫

এআই ব্যবহার করে খবরের মূল অংশ দেখাবে অ্যাপলের ডিভাইস

আইওএস ২৬-এর চতুর্থ ডেভেলপার বেটা ভার্সন ছেড়েছে অ্যাপল। এই আপডেটে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। এর অন্যতম হলো লিকুইড গ্লাসের ডিজাইনে কিছুটা পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে খবরের মূল অংশ দেখানোর ফিচার আবার চালু করা। আইওএস ২৬ এর পাবলিক বেটা ভার্সন চলতি সপ্তাহের শেষের দিকে চালু হওয়ার ঠিক আগে এ আপডেটটি এলো।

ডেভেলপার বেটা ভার্সনের কাজ হল অ্যাপ নির্মাতাদের পরীক্ষা করার সুযোগ করে দেয়া। যেন কয়েকমাস পর যখন নতুন অপারেটিং সিস্টেমের পাবলিক ভার্সন আসবে, তখন অ্যাপ নির্মাতারা প্রস্তুত থাকতে পারেন।

গ্রাহকদের আগাম রিলিজের চাহিদার জন্য অ্যাপল বছরের পর বছর ধরে জুনে ওয়ার্ল্ড ওয়াইড কনফারেন্সের পর বেটা ভার্সন প্রকাশ করে আসছে।

ফলে আইফোন মালিকরা বিশ্বব্যাপী আসার আগেই সফটওয়্যারটি হাতে পান, তবে কিছু ‘স্ট্যাবিলিটি’ ও ‘বাগ’ থাকে।

আইওএস ২৬ বেটা ৪ প্রথমবার সফটওয়্যার আপডেট করার পর একটি ‘ওয়েলকাম’ মেসেজ দেখাবে। এ ছাড়াও বিভিন্ন ফিচারের জন্য ইন্ট্রোডাক্টরি স্ক্রিন আছে। যেমন সিরি ও এআই দিয়ে নোটিফিকেশন সারাংশ এবং অগ্রাধিকার অপশন। আইওএস ২৬ এর জন্য নতুনভাবে সাজানো ক্যামেরা অ্যাপও থাকছে।

এ বছরের শুরুর দিকে অ্যাপলকে তার এআই চালিত নোটিফিকেশন সারাংশ ফিচারটি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। ফিচারটি একটি সংবাদ শিরোনামকে ভুলভাবে উপস্থাপন করেছিল বলে অভিযোগ করেছিল বিবিসি। এ ঘটনার পর অ্যাপল ঘোষণা দেয়, তারা একটি সফটওয়্যার আপডেট আনবে যা স্পষ্টভাবে দেখাবে কোন লেখাটি এআই দিয়ে সারাংশ করা।

এই এআই সারাংশ ফিচারের সেটআপ স্ক্রিন, যা এখনও বেটা পর্যায়ে রয়েছে, সেখানে ‘নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট’ বিভাগের অধীনে একটি সতর্কবার্তা যুক্ত করা হয়েছে। অ্যাপল সেখানে উল্লেখ করেছে “সারাংশের ফলে মূল শিরোনামের অর্থ পরিবর্তন হতে পারে” এবং ব্যবহারকারীদের “তথ্য যাচাই করার” পরামর্শ রয়েছে।

নতুন বেটার প্রাথমিক ব্যবহারকারীরা আরও দেখেছেন অ্যাপল তাদের ইউজার ইন্টারফেসে নতুন করে ডিজাইন করা ‘লিকুইড গ্লাস’ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

যেখানে বেটা ৩-এ কিছু অ্যাপে স্বচ্ছতার পরিমাণ কমিয়ে আনা হয়েছিল, সেখানে বেটা ৪-এ আবার তা ফিরে এসেছে। টেস্টাররা লক্ষ্য করেছেন, অ্যাপ স্টোর, ফটোজ, অ্যাপল মিউজিক, ওয়েদার এসব অ্যাপে নতুন আপডেট এসেছে। এ ছাড়া নোটিফিকেশন সেন্টারে স্ক্রল করার সময় একটি ‘ডায়নামিক টিন্ট’ দেখা যাচ্ছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন