শনিবার, ০২ আগস্ট ২০২৫

| ১৭ শ্রাবণ ১৪৩২

বিজ্ঞাপন দেখাতেও কি এ তথ্য কাজ লাগাচ্ছে?

ফোনের মাইক্রোফোন অন করে কথা শুনতে পারে ফেসবুকসহ অনেক অ্যাপ

প্রকাশ: ০২:৫৫, ২৬ জুলাই ২০২৫ | আপডেট: ০৯:১৮, ২৭ জুলাই ২০২৫

ফোনের মাইক্রোফোন অন করে কথা শুনতে পারে ফেসবুকসহ অনেক অ্যাপ

স্মার্টফোন ব্যবহারকারীরা প্রতিদিন যে অ্যাপগুলো ব্যবহার করেন, সেগুলো গোপনে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। যুক্তরাজ্যভিত্তিক ভোক্তা অধিকার সংস্থা 'হুইচ' সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত বিভিন্ন অ্যাপ বিশ্লেষণ করে জানিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন জনপ্রিয় অ্যাপ আশঙ্কাজনক হারে অপ্রয়োজনীয় ও স্পর্শকাতর তথ্য সংগ্রহের মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারি করছে। অনেক অ্যাপ প্রয়োজন ছাড়াই ব্যবহারকারীদের অবস্থানের তথ্য জানাসহ মাইক্রোফোন ও ফাইল ব্যবহারের অনুমতি চায়। এর ফলে অ্যাপগুলো বিনা মূল্যে ব্যবহার করা গেলেও নিজেদের মূল্যবান ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছেন ব্যবহারকারীরা।

অনুসন্ধানের তথ্য মতে, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ জনপ্রিয় ২০টি অ্যাপ একসঙ্গে ইনস্টল করলে মোট ৮৮২টি অনুমতি দিতে হয়, যার মধ্যে অনেকগুলোই ঝুঁকিপূর্ণ। সবচেয়ে বেশি অনুমতি চায় শাওমির স্মার্ট হোম অ্যাপ ‘শাওমি হোম’। অ্যাপটি ৯১টি অনুমতি চেয়ে থাকে, যার মধ্যে ৫টি ঝুঁকিপূর্ণ। এরপর রয়েছে স্যামসাংয়ের ‘স্মার্টথিংস’ অ্যাপ (৮২টি অনুরোধ, ৮টি ঝুঁকিপূর্ণ), ফেসবুক (৬৯টি অনুরোধ, ৬টি ঝুঁকিপূর্ণ) এবং হোয়াটসঅ্যাপ (৬৬টি অনুরোধ, ৬টি ঝুঁকিপূর্ণ)।

৭টি অ্যাপ এমন অনুমতি চায়, যার মাধ্যমে ফোন চালু করলেই অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে সক্রিয় হতে পারে। ঝুঁকিপূর্ণ অনুমতির মধ্যে রয়েছে ফোনের মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ, সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ এবং যন্ত্রে সংরক্ষিত ফাইল পড়ার সুযোগ। সাইবার নিরাপত্তা–বিশেষজ্ঞদের মতে, এই তথ্যগুলো বিজ্ঞাপনদাতাদের কাছে অত্যন্ত মূল্যবান, যেগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের আচরণ বিশ্লেষণ করে বিজ্ঞাপন পাঠানো হয়।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন