হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ
গুগলের ক্রোম ব্রাউজারে ভয়ংকর ত্রুটির সন্ধান
প্রকাশ: ০৯:৫৭, ২৬ জুলাই ২০২৫

ক্রোম ব্রাউজারে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি পেয়েছে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ। ক্ষতির মাত্রা বিবেচনায় যা উচ্চ ঝুঁকিপূর্ণ। এ ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা দূর থেকেই ব্যবহারকারীর যন্ত্র থেকে তথ্য সংগ্রহ করতে পারে। ত্রুটির বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি, ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা প্যাঁচযুক্ত নতুন সংস্করণ ছাড়ে গুগল।
সাইবার অপরাধীরা বিশেষভাবে তৈরি এইচটিএমএল ওয়েব পেজের মাধ্যমে ব্রাউজারের স্যান্ডবক্স নিরাপত্তা এড়িয়ে জিপিইউ প্রসেসে নিজেদের তৈরি কোড যুক্ত করতে পারে।
স্যান্ডবক্স হলো গুগল ক্রোম ব্রাউজারের মূল নিরাপত্তাব্যবস্থা। এটি ব্রাউজারের অভ্যন্তরীণ কার্যপ্রক্রিয়াকে অপারেটিং সিস্টেম থেকে আলাদা করে রাখে, যাতে কোনো ক্ষতিকর কোড বা ম্যালওয়্যার সিস্টেমে ছড়িয়ে পড়তে না পারে।
গুগল জানিয়েছে, ক্রোম ব্রাউজারের ১৩৮.০.৭২০৪.১৫৭ সংস্করণের আগের সব সংস্করণে এ ত্রুটি রয়েছে। হামলা থেকে রক্ষা পেতে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স সিস্টেমে চলা যন্ত্রে দ্রুত হালনাগাদ সংস্করণের ক্রোম ব্রাউজার ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।