বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

| ২২ শ্রাবণ ১৪৩২

ভিডিওতে বড় নির্মাতাদের ট্যাগ করা যাবে

কনটেন্ট কোলাবরেশন সুবিধা চালু হলে ভিডিও নির্মাতারা নিজেদের তৈরি ভিডিওতে অন্য নির্মাতাদের নাম সরাসরি ট্যাগ করতে পারবেন। এতে করে ভালো নির্মাতাদের নামে সার্চ করলে, ট্যাগ করা ভিডিওটিও দর্শকের সামনে আনবে ইউটিউব।

প্রকাশ: ০৮:৫৬, ৬ আগস্ট ২০২৫

কনটেন্ট কোলাবরেশন সুবিধা চালু হলে ভিডিও নির্মাতারা নিজেদের তৈরি ভিডিওতে অন্য নির্মাতাদের নাম সরাসরি ট্যাগ করতে পারবেন। এতে করে ভালো নির্মাতাদের নামে সার্চ করলে, ট্যাগ করা ভিডিওটিও দর্শকের সামনে আনবে ইউটিউব।

্এখন বিনোদনের বড় মাধ্যম ইউটিউব। কেউ আয়ের জন্য, কেউবা শখ থেকেই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। কিন্তু অনেক সময় দেখা যায়, দীর্ঘদিন ভালো মানের ভিডিও দিলেও সেগুলো ভিউ বেশি হয় না। বিশেষ করে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এ সমস্যা প্রায়ই দেখা যায়। এর ভালো একটি সমাধান বের করেছে গুগল। নির্মাতাদের সহজে ভিডিওর ভিউ বাড়ানোর সুযোগ দিতে ‘কনটেন্ট কোলাবরেশন’ সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব। এরই মধ্যে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে এ সুবিধা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
 ইউটিউবের তথ্য বলছে, কনটেন্ট কোলাবরেশন সুবিধা চালু হলে ভিডিও নির্মাতারা নিজেদের তৈরি ভিডিওতে অন্য নির্মাতাদের নাম সরাসরি ট্যাগ করতে পারবেন। এতে করে ভালো নির্মাতাদের নামে সার্চ করলে, ট্যাগ করা ভিডিওটিও দর্শকের সামনে আনবে ইউটিউব। ফলে নতুন ভিডিওটির দর্শক বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে। তবে ইউটিউবে কনটেন্ট কোলাবরেশনের জন্য অন্য নির্মাতাদের সম্মতি দরকার হবে। কোনো ভিডিওতে ট্যাগ করার আগে সংশ্লিষ্ট নির্মাতাকে আগে ইনভাইটেশন পাঠাতে হবে। যাকে ট্যাগ করতে চাচ্ছেন, তিনি ইনভাইটেশন গ্রহণ করলেই ট্যাগিং সম্ভব হবে। অনুমতি না থাকলে কারও নাম যুক্ত করা যাবে না।

ইউটিউবের হেল্প পেজের এক ঘোষণায় বলা হয়েছে, কনটেন্ট কোলাবরেশন সুবিধা প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু নির্মাতার জন্য চালু করা হয়েছে। তবে ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে চালুর পরিকল্পনা আছে। সুবিধাটি চূড়ান্তভাবে চালু হলে ইউটিউব নির্মাতারা একে অপরের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবেন, যা তাঁদের তৈরি ভিডিওর দর্শক বাড়াতে সহায়ক হবে।
ইতোমধ্যে কনটেন্ট কোলাবরেশন সুবিধা ব্যবহার করে একটি ভিডিও প্রকাশ করেছেন জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট। ওই ভিডিওতে তার সঙ্গে কোলাবরেশনে ছিলেন মার্ক রোবার, বেন অ্যাজেলার্ট ও স্টোক টুইনস। সেই ভিডিওতে মূল নির্মাতার নামের ওপর ক্লিক করলে একটি পপআপ দেখা গেছে, যেখানে ট্যাগ করা নির্মাতাদের নামের পাশে সাবস্ক্রাইব বাটনও রয়েছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন