সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

| ৩০ ভাদ্র ১৪৩২

অধ্যাদেশ জারি করলো সরকার

জুয়ার বিজ্ঞাপনে কাজ করলেই ১ কোটি টাকা জরিমানা

প্রকাশ: ০০:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২৫

জুয়ার বিজ্ঞাপনে কাজ করলেই ১ কোটি টাকা জরিমানা

অবশেষে অনলাইন জুয়ায় জড়িতদের বিরুদ্ধে জেল-জরিমানার বিধান আনলো সরকার। এ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। যেখানে সাইবার স্পেসে জুয়া, প্রতারণা, জালিয়াতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, কেউ অনলাইনে বা সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি করলে, পরিচালনা করলে, খেলায় অংশগ্রহণ করলে, খেলায় সহায়তা করলে, উৎসাহ দিলে বা বিজ্ঞাপনে অংশ নিলে, এক কোটি টাকা জরিমানা গুনতে হবে। অথবা ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে হবে। বিশেষ ক্ষেত্রে দুই ধরনের দণ্ডই হতে পারে।

পাশাপাশি যদি কোন ব্যক্তি সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি করেন, তবে সেই ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবেন। এক্ষেত্রে তিনি অনধিক দুই বছর কারাদণ্ডে অথবা অনধিক বিশ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

আবার যদি কোন ব্যক্তি সাইবার স্পেস ব্যবহারের মাধ্যমে প্রতারণা করে কোন অপরাধ সংগঠিত করেন, তবে সে ব্যক্তি অনধিক পাঁচ বছর কারাদণ্ডে বা পঞ্চাশ লাখ টাকা অর্থদণ্ড বা  দুই দণ্ডেই দণ্ডিত হতে পারেন।

এই আইন বলবৎ করতে, এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি শুরু করেছে বলেও জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন