ই-লার্নিং ও আধুনিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্য
পার্বত্য অঞ্চলে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করবে সরকার
প্রকাশ: ০১:১৭, ১৮ আগস্ট ২০২৫

পাহাড়ি শিক্ষার্থীদের ই-লার্নিং ও আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ছয় মাসের মধ্যে পাহাড়ের ১০০ স্কুলে স্টারলিংক ইন্টারনেট সংযোগ চালুর চিন্তা সরকারের।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এই উদ্যোগের ফলে শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত বিপ্লব হতে চলেছে। দুর্গম এলাকার শিক্ষার্থীরা অনলাইনে শহরের অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসে অংশ নিতে পারবে। এতে শিক্ষার মানে সমতা নিশ্চিত হবে। পাহাড়ি শিক্ষার্থীরা প্রযুক্তিতে দক্ষ হবে।
সরকার পার্বত্য অঞ্চলে প্রকৌশল কলেজ, নার্সিং কলেজ, হোস্টেল নির্মাণের পরিকল্পনা করছে বলেও জানান উপদেষ্টা।
পাহাড়ি জনগোষ্ঠিকে আত্মনির্ভরশীল করতে, সরকার তিন বছর মেয়াদি বাঁশ চাষ পরিকল্পনা এবং আরও পশুপালন ও মৎস্য প্রকল্প হাতে নিয়েছে।
সরকার পার্বত্য চট্টগ্রামে কাজু বাদাম, কফি ও ভুট্টার চাষেরও উদ্যোগ নিয়েছে বলে জানান সুপ্রদীপ চাকমা।
বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই দেশকে এগিয়ে নিতে চায় উল্লেখ করে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে সব সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।