মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

| ১৬ ভাদ্র ১৪৩২

সাইবার হামলার শিকার হোয়াটসঅ্যাপ

অ্যাপল ডিভাইসের হোয়াটসঅ্যাপে নজরদারি চালিয়েছে হ্যাকাররা

প্রকাশ: ১৮:০৩, ৩১ আগস্ট ২০২৫

অ্যাপল ডিভাইসের হোয়াটসঅ্যাপে নজরদারি চালিয়েছে হ্যাকাররা

আন্তর্জাতিক সাইবার হামলার ঘটনা শনাক্ত করেছে হোয়াটসঅ্যাপ। হ্যাকাররা হোয়াটসঅ্যাপ ও অ্যাপলের ডিভাইসের নিরাপত্তা ত্রুটি ব্যবহার করে নজরদারি চালিয়েছে। এ ঘটনায় নাগরিক সমাজের কর্মীরাও লক্ষ্য হতে পারেন।

বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানায়, হ্যাকাররা যেসব দুর্বলতা কাজে লাগিয়েছিল, সেগুলো ঠিক করেছে তারা। হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণ ২.২৫.২১.৭৩–এর আগের ভার্সন, হোয়াটসঅ্যাপ বিজনেস ফর আইওএস সংস্করণ ২.২৫.২১.৭৮ এবং হোয়াটসঅ্যাপ ফর ম্যাক সংস্করণ ২.২৫.২১.৭৮–এ ডিভাইস সিনক্রোনাইজেশনের অনুমোদন যথাযথভাবে হয়নি। ফলে কোনো অচেনা ব্যবহারকারী নির্দিষ্ট যন্ত্রে যেকোনো লিংক থেকে কনটেন্ট চালাতে পারতেন।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আরও জানানো হয়, অ্যাপলের অপারেটিং সিস্টেমের একটি দুর্বলতাও এই ত্রুটির সঙ্গে যুক্ত। এর মাধ্যমে পরিকল্পিতভাবে কিছু ব্যবহারকারীর ওপর নজরদারি চালানো হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই সাইবার গুপ্তচরবৃত্তিতে বিশ্বজুড়ে অন্তত ২০০ ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাবের প্রধান কেয়ারবাইল জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে নাগরিক সংগঠনের সদস্যও থাকতে পারেন। গত ৩ মাসের মধ্যে স্পাইওয়্যার হামলার শিকার হয়েছেন বলে যাদের চিহ্নিত করা হয়েছে, হোয়াটসঅ্যাপ তাদের সতর্কবার্তা পাঠিয়েছে। এক্সে দেয়া এক পোস্টে কেয়ারবাইল আরও জানান, এই সাইবার হামলায় আইফোন ও অ্যান্ড্রয়েড দুই ধরনের ব্যবহারকারীই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার মতে, সরকারি পর্যায়ের স্পাইওয়্যার এখনো সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য বড় ধরনের হুমকি হয়ে আছে। অ্যাপলের যে দুর্বলতা হ্যাকাররা কাজে লাগিয়েছে, তা যন্ত্রের মূল ইমেজ লাইব্রেরিতে ছিল। তিনি ব্যবহারকারীদের দ্রুত ডিভাইস হালনাগাদের পাশাপাশি আইওএস লকডাউন মোড বা অ্যান্ড্রয়েডের অ্যাডভান্সড প্রটেকশন মোড চালু করার পরামর্শ দিয়েছেন।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন