মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

পোস্টিং জিরো ট্রেন্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহ হারাচ্ছে তরুণ প্রজন্ম

প্রকাশ: ১২:৪৬, ২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৪৪, ২ ডিসেম্বর ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহ হারাচ্ছে তরুণ প্রজন্ম

আগ্রহ কমছে সামাজিক যোগাযোগ মাধ্যমে

পোস্টিং জিরো ট্রেন্ড

লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস সম্প্রতি একটি জরিপ প্রকাশ করে। যেখানে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পরিমাণ পুরো বিশ্বে প্রায় ১০ শতাংশ কমে গেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে এ প্রবণতা বেশি। এটি শুনতে কিছুটা অবাকই লাগবে। কারণ, তরুণরাই সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করেন বলে অভিযোগ-অনুযোগ রয়েছে।

 ফেসবুকে ভিডিও চুরির দিন শেষ

এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অতি বাণিজ্যিকীকরণ, অতিরিক্ত বিজ্ঞাপন ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্ট। ব্যবহার কমে যাওয়ার এ ঘটনাকে ‘পোস্টিং জিরো’ নামে অভিহিত করা হচ্ছে। এটি রীতিমতো ট্রেন্ডে পরিণর হয়েছে। এর অংশ হিসেবে ব্যক্তিগত তথ্য শেয়ার করা অনেকটাই বন্ধ করে দিয়েছেন ব্যবহারকারীরা।
অর্ধশত দেশের আড়াই লাখ ইন্টারনেট ব্যবহারকারীর ওপর জরিপটি চালানো হয়। এতে দেখা যায়, প্রতিদিন অনলাইনে ব্যক্তিগত জীবনের হালনাগাদ তথ্য প্রকাশের প্রবণতা ধীরে ধীরে কমে গেছে।

 টেকস্ক্রল
সামাজিক যোগাযোগমাধ্যমের এ ধরনের পতনকে ডেড ইন্টারনেট থিওরি মাধ্যমেও বিশ্লেষণ করা হয়েছে। এই তত্ত্ব অনুসারে, অনলাইনে বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং জনপ্রিয় প্ল্যাটফর্মে বেশিরভাগ কনটেন্ট আর মানুষের দ্বারা তৈরি হচ্ছে না। বিভিন্ন বট, এআই মিলে কনটেন্ট তৈরির প্রবণতা বাড়ছে। এতে অনেকেই আগ্রহ হারাচ্ছেন।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন