শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

নতুন সুবিধা চালু

গুগল এআই মোডে ছবি দিয়েও সার্চ করা যাবে

প্রকাশ: ১২:২৬, ৪ অক্টোবর ২০২৫

গুগল এআই মোডে ছবি দিয়েও সার্চ করা যাবে

গুগল সার্চের এআই মোডে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। জেমিনি চ্যাটবটের মাধ্যমে পরিচালিত এ সুবিধায়, লিখিত ফলাফলের পাশাপাশি ছবি বিশ্লেষণ করেও বিভিন্ন তথ্য দেয়া হবে। ফলে সার্চ রেজাল্টের সঙ্গে সহজেই বিভিন্ন কনটেন্ট দেখতে পারবেন ব্যবহারকারী।

একটি ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, এআই মোডে কথোপকথনের মতো করে প্রশ্ন করলে তার উত্তরে ব্যবহারকারী ছবিভিত্তিক ফলাফলও পাবেন। যেমন, কেউ বেডরুম ইন্টেরিয়রের আইডিয়া খুঁজলে, এআই মোড তার পছন্দ অনুযায়ী ছবি দেখাবে। এর আগে জটিল বা দীর্ঘ প্রশ্নের উত্তর পেতে ব্যবহারকারীদের একাধিকবার সার্চ করতে হতো। এআই মোড সেই প্রক্রিয়াকে সহজ করে দিয়েছে। প্রথমে এটি শুধু ইংরেজিতে চালু হলেও এখন ব্রাজিলিয়ান, পর্তুগিজ, ইন্দোনেশীয়, কোরীয়, জাপানি, হিন্দিসহ আরও কয়েকটি ভাষায় ব্যবহার করা যায়।

নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে সরাসরি ছবি তুলে বা কোনো ছবি শেয়ার করেও অনলাইনে তথ্য খুঁজতে পারবেন। ছবির সঙ্গে একটি লিংক যুক্ত থাকবে, যা থেকে বিস্তারিত তথ্য জানা যাবে। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকর হবে। কারণ, ব্যবহারকারীরা শুধু স্বাভাবিক ভাষায় কোনো পণ্যের বর্ণনা দিলেই ফলাফল দেখতে পাবেন।

গুগলের তথ্যমতে, জেমিনি ২.৫-এর উন্নত মাল্টিমোডাল প্রযুক্তির সহায়তায় এআই মোড ছবির ভেতরের বস্তু বা বিস্তারিত শনাক্ত করবে। আপাতত এ সুবিধা কেবল যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন