টিকটকের মতো অ্যাপের কাজ চলছে
সামাজিক যোগাযোগমাধ্যমে আসতে যাচ্ছে ওপেনএআই
টেকস্ক্রল
প্রকাশ: ১১:১৭, ২ অক্টোবর ২০২৫

চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি সামাজিক মাধ্যমের দিকে ঝুঁকছে। আসন্ন সোরা ২ ভিডিও মডেল একটি আলাদা সোশাল অ্যাপ নিয়ে আসবে যা দেখতে অনেকটা টিকটকের মতো হবে। টিকটকের মতো এই অ্যাপে ভার্টিক্যাল ভিডিও ফিড আর সোয়াইপের সুবিধা থাকবে। তবে বড় পার্থক্য হলো অ্যাপটিতে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা টুল বা চ্যাটবট ব্যবহার করে তৈরি কনটেন্ট দিতে পারবেন ব্যবহারকারীরা। নিজের ফোন থেকে কোনো ছবি বা ভিডিও আপলোড করা যাবে না।
শুরুতে অ্যাপটিতে সর্বোচ্চ ১০ সেকেন্ডের ভিডিওর অনুমতি দেয়া হতে পারে। টিকটকও শুরুতে ১৫ সেকেন্ডের ভিডিওর অনুমতি দিয়েছিল। এখন সেটি বেড়ে ১০ মিনিট পর্যন্ত হয়েছে।
অ্যাপটিতে পরিচয় শনাক্তের টুল থাকবে। ব্যবহারকারী চাইলে তার চেহারা ভিডিওতে ব্যবহারের অনুমতি দিতে পারবেন। এতে অন্যরা তার চেহারা ব্যবহার করলে বা ট্যাগ করলে, একটি নোটিফিকেশন চলে যাবে।
তবে কপিরাইটের কারণে অনেক ভিডিও বানানোর অনুরোধ বাতিল করে দেবে অ্যাপটি। যদিও এতে কপিরাইট পুরোপুরি রক্ষা আসলেই সম্ভব কিনা, তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে।
ওপেনএআই এই নতুন অ্যাপে একটি অপ্ট আউট বা বের হয়ে যাওয়ার ব্যবস্থাও রাখবে। এতে করে কেউ চাইলে নিজের কনটেন্ট সোরা ২ এর ভিডিওতে ব্যবহার না করার অনুরোধ করতে পারবেন।