এক প্যাকেজেই ভয়েস থেকে বিনোদন
আসছে ভার্চুয়াল মোবাইল সেবা এমভিএনও
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:৩৬, ১৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৪২, ১৮ জানুয়ারি ২০২৬
এমভিএনও সেবা চালু হলে ভার্চুয়ােল সিমেই মিলবে ভয়েস ডেটা ও বিনোদন সেবা
এক প্যাকেজেই ভয়েস থেকে বিনোদন
দেশের প্রথম ভার্চুয়াল মোবাইল সেবা দিতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর-- এমভিএনও সেবার জন্য কোন নেট্ওয়ার্ক ব্যবহার হবে, তা গোপন রাখবে সরকার। এমনটা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বলেন, সেবাটি দ্রুত চালু হবে।
নিজস্ব নেটওয়ার্ক টাওয়ার বা অবকাঠামো ছাড়াই অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল সেবাদাতারা মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর হিসেবে পরিচিত।
মোবাইল নেটওয়ার্ক অপারেটররের নিজস্ব টাওয়ার, তরঙ্গ ও অবকাঠামো থাকলে এমভিএনও মডেলে বিটিসিএলের নিজস্ব কোনো টাওয়ার থাকবে না। তারা অন্য প্রতিষ্ঠিত অপারেটরের নেটওয়ার্ক ভাড়া নিয়ে নিজেদের ব্র্যান্ড নামে সিম কার্ড, ভয়েস কল এবং ডেটা প্যাকেজ গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। এই মডেলটি বাইরের দেশগুলোতে জনপ্রিয়।
বিটিসিএল সেবাটি চালুর জন্য ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে পরীক্ষামূলক কার্যক্রমের অনুমোদন পেয়েছে। এখন কারিগরি প্রস্তুতি চলছে। সহসাই পরীক্ষামূলক সেবা শুরু হবে।
ওয়াই-ফাই ব্যবহার করে ফোন কল সেবা চালু করেছে গ্রামীণফোন
গ্রাহকরা এর মাধ্যমে, ভয়েস, ডেটা ও বিনোদনের একীভূত সেবা পাবেন। এর মূল সুবিধা ভার্চুয়াল সিমে ভয়েস কল, ইন্টারনেট এবং ওটিটি সেবার সমন্বয়। সাশ্রয়ী প্যাকেজে প্রথাগত অপারেটরদের তুলনায় কম খরচে আনলিমিটেড ভয়েস ও ডেটা ব্যবহারের সুযোগ মিলবে, এমনটা বলছে বিটিসিএল।
একই মোবাইল প্যাকেজের আওতায় স্ট্রিমিং ও বিনোদনমূলক অ্যাপ ব্যবহারের সুবিধার মূল ফিচার।
বাংলাদেশে ধারণাটি নতুন হলেও এটি চালু হচ্ছে টেলিকম নীতিমালার অংশ হিসেবে। ফলে প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহকরা আরও উন্নত এবং সাশ্রয়ী ডিজিটাল সেবা পাবার সম্ভাবনা তৈরিন হয়েছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা।
