সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

কানেক্ট সম্মেলনে ঘোষণা

যে ৬ পণ্যে চমক দেখাতে যাচ্ছে মেটা

টেকস্ক্রল

প্রকাশ: ০২:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০২৫

যে ৬ পণ্যে চমক দেখাতে যাচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে মেটার সদর দপ্তরে বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনেই নতুন কয়েকটি প্রযুক্তি ও পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। ব্যাপকভাবে আলোচিত রেব্যান স্মার্ট চশমার আপডেটেড সংস্করণের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটিতে বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্ত করার ঘোষণা তার।
ডিসপ্লে যুক্ত রেব্যান স্মার্ট চশমা
বহুদিনের জল্পনা শেষে ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা আনছে মেটা। মেটা রেব্যান ডিসপ্লে নামের এ চশমার ডান লেন্সে থাকছে উচ্চ রেজল্যুশনের পর্দা। চশমার কাচেই বার্তা ও লাইভ ক্যাপশনের পাশাপাশি হাঁটার দিকনির্দেশনাও দেখা যাবে। চাইলে ভিডিও কল এবং ছবি তোলার আগে প্রিভিউ দেখার সুযোগও মিলবে। চশমাটি নিয়ন্ত্রণ করা যাবে বিশেষ এক রিস্টব্যান্ডে। টানা ছয় ঘণ্টা ব্যবহার করা যাবে এ চশমা। দাম পড়বে ৮০০ ডলার।
দীর্ঘস্থায়ী ব্যাটারির দ্বিতীয় প্রজন্মের রেব্যান মেটা
রেব্যান মেটা স্মার্ট চশমার দ্বিতীয় প্রজন্ম আনতে যাচ্ছে মেটা। নতুন সংস্করণে ব্যাটারির লাইফটাইম ৮ ঘণ্টা, যা আগের প্রায় দ্বিগুণ। ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরার চশমাটিতে নতুন করে যুক্ত হয়েছে থ্রি-কে রেজল্যুশনে ভিডিওর সুবিধা। ভিড়ের মধ্যেও উল্টো পাশের ব্যক্তির কণ্ঠ স্পষ্টভাবে শোনা যাবে এতে। দাম ৩৮০ ডলার।
অ্যাথলেটদের জন্য ওকলে মেটা ভ্যানগার্ড
অ্যাথলেটদের জন্য বিশেষভাবে তৈরি নতুন স্মার্ট চশমা এনেছে মেটা ও ওকলে। এর রয়েছে পানি ও ধুলা প্রতিরোধে আইপি৬৭ সনদ। ১২ মেগাপিক্সেলের ১২২ ডিগ্রি ক্যামেরা থ্রি-কে রেজল্যুশনে ভিডিও করতে সক্ষম। নতুন ভিডিও মোড হিসেবে যুক্ত হয়েছে স্লো মোশন, টাইমল্যাপস ও হাইপারল্যাপস। চারটি ফ্রেম ও লেন্সে পাওয়া যাবে চশমাটি। দাম ৫০০ ডলার।
বাস্তব পরিবেশকে ভিআরে রূপান্তরের সুযোগ
কোয়েস্ট ৩ ও কোয়েস্ট ৩-এস হেডসেটের জন্য হাইপারস্কেপ নামের নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মেটা। নতুন সুবিধায় আশপাশের দৃশ্য স্ক্যান করে তা ভার্চ্যুয়াল জগতে রূপান্তর করা যাবে। গত বছরের মেটা কানেক্টে এই প্রযুক্তির ডেমো দেখানো হয়েছিল।
কোয়েস্টে হরাইজন টিভি হাব
কোয়েস্ট হেডসেটে আসছে নতুন হরাইজন টিভি হাব। এখানে একসঙ্গে পাওয়া যাবে প্রাইম ভিডিও, পিকক, টুইচ ও ইউটিউবের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্ম। নতুন করে যুক্ত হচ্ছে ডিজনি প্লাস, ইএসপিএন ও হুলু। ডলবি অ্যাটমস সাউন্ড সুবিধাযুক্ত হরাইজন টিভি হাবে বছরের শেষ নাগাদ ডলবি ভিশনও যুক্ত করা হবে।
মেটাভার্সের ইঞ্জিনে নতুন শক্তি
হরাইজন ইঞ্জিনে বড় ধরনের উন্নয়নের ঘোষণা দিয়েছে মেটা। নতুন এই ইঞ্জিন মেটাভার্সের উন্নত গ্রাফিকস, দ্রুত কর্মক্ষমতা ও জটিল ভার্চ্যুয়াল ওয়ার্ল্ড গড়ে তুলতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মেটার তথ্য মতে, ভবিষ্যতে হরাইজন স্টুডিওতে এআই অ্যাসিস্ট্যান্ট যুক্ত করা হবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন