বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

অতি উৎসাহী হওয়ার অভিযোগ

এআই শিল্পে ধস নামতে পারে: বিল গেটস

টেকস্ক্রল

প্রকাশ: ১২:৫০, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩৩, ২ নভেম্বর ২০২৫

এআই শিল্পে ধস নামতে পারে: বিল গেটস

এআই শিল্পে ধস নামার শঙ্কায় গেটস

মাইক্রোসফটের  বিল গেটসের মতে, এআই নিয়ে বর্তমান বিশ্ব পরিস্থিতি অনেকটা নব্বই দশকের ডটকম বাবলের মতো। এই পরিস্থিতিতে, এআই নিয়ে অনেক বড় বিনিয়োগ ব্যর্থ হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সর্বত্রই দেখা যাচ্ছে। মেসেজিং অ্যাপ থেকে কোডিং, সব জায়গায় এআই টুল আছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যত বিশ্ব পুরোটাই এআই নির্ভর হতে যাচ্ছে। তাই ওপেনএআই, পারপ্লেক্সিটি বা অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানে শত শত কোটি ডলার বিনিয়োগ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এই অবস্থাকে ডটকম বুদ্‌বুদের মতো মনে করছেন বিল গেটস।

 ৫ মাসে মাত্র ১৮শ গ্রাহক পেলো ইলন মাস্কের কোম্পানি

১৯৯০ দশকের শেষের দিকে ডটকম ধসের আগে প্রযুক্তিশিল্প এমন অবস্থায় ছিলো। সেই দশকে ডটকম বুমের কারণে বেশ কিছু ইন্টারনেট প্রতিষ্ঠান অতি মূল্যায়িত হয়। এতে ২০০০ সালে ডটকমে ধস নামে। কিছু প্রতিষ্ঠান তখন সফল হয়েছিল, কিন্তু পুঁজি নষ্ট হয়ে পথে বসতে হয় বহু প্রতিষ্ঠানের।

 চিপ ছাড়াই মনের কথা জানতে অল্টম্যানের বিনিয়োগ

এর আগে ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানও একই কথা বলেছিলেন। ইঙ্গিত দিয়েছিলেন, এআই ভবিষ্যতে একটি বুদ্‌বুদে পরিণত হতে পারে। যা বাইরে থেকে দেখতে ভরাট মনে হলেও, ভেতরে ফাঁপা। বিনিয়োগকারীরা এআই নিয়ে অতিরিক্ত উত্তেজিত হচ্ছেন বলেও মনে করেন তিনি। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও এআই বুদ্‌বুদ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন