টার্মিনেটর, টাইটানিক, অ্যাভাটারের নির্মাতা
এআই নিয়ে ভয়াবহ পরিণতির সতর্কবার্তা জেমস ক্যামেরনের
প্রকাশ: ১১:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫

অস্ত্র পরিচালনায় এআই ব্যবহার করলে বিশ্বে এমন ধ্বংসযজ্ঞ শুরু হতে পারে যা টার্মিনেটর সিনেমায় দেখানো হয়েছিলো। এই সতর্কতা দিয়েছেন হলিউডের বহু ব্লকবাস্টার সিনেমার কারিগর জেমস ক্যামেরন।
সতর্ক করে বলেছেন, অস্ত্র প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকলে, এমন বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে। রোলিং স্টোনকে দেয়া সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানান ক্যামেরন।
তিনি মনে করেন, ভবিষ্যতে এমন ধ্বংসাত্মক কিছু হবে যেখানে অস্ত্র ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে এআই। এমনকি পারমাণবিক অস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা বা পাল্টা হামলার সঙ্গেও। কারণ যুদ্ধক্ষেত্রে সব ঘটনা অতি দ্রুত ঘটে, সেখানে সিদ্ধান্ত নেয়ার সময় খুবই কম থাকে। দ্রুত সিদ্ধান্ত নিতে হলে অত্যন্ত উচ্চস্তরের বুদ্ধিমত্তা প্রয়োজন।
ক্যামেরনের মতে, মানবজাতি এখন তিনটি বড় অস্তিত্বহুমকির সামনে--জলবায়ু পরিবর্তন, পারমাণবিক অস্ত্র এবং সুপার ইন্টেলিজেন্স। এর সবগুলোই এখন খুব স্পষ্ট।
'অ্যাভাটার’ তৈরির সময় এআই ব্যবহার করেছেন ক্যামেরন। তার ধারণা, প্রযোজনার খরচ কমাতে সাহায্য করতে পারে এ প্রযুক্তি এবং এ নিয়ে তিনি ইতিবাচক।
এআই কখনো স্ক্রিপ্ট লেখক বা চিত্রনাট্যকারদের জায়গা নিতে পারবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ক্যামেরন।