বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, বর্তমানে, একে অন্যের সাথে কানেক্ট হওয়া থেকে শুরু করে শেখা এবং নতুন কিছু তৈরি করাসহ সকল ক্ষেত্রেই মানুষের প্রাত্যহিক জীবনের মূল কেন্দ্রে রয়েছে ডিজিটাল সেবা। আমাদের লক্ষ্যও এক্ষেত্রে স্পষ্ট: মাইবিএল, টফি ও রাইজের মত প্ল্যাটফর্ম এবং আমাদের ক্রমবর্ধমান ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে সব জায়গায়, প্রতি মুহূর্তে গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা সমৃদ্ধ করা। কৌশলগত বিনিয়োগের মাধ্যমে হুয়াওয়ে গ্রাহকদের জন্য সত্যিকার অর্থেই ডিজিটাল অভিজ্ঞতার ভিত্তি শক্তিশালী করতে ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য সম্পূর্ণভাবে একটি ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলা, যারা শুধু দেশকে কানেক্টই করবে না, পাশাপাশি দিনের পুরোটা সময় অর্থবহ ও নির্ভরযোগ্য ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনকে আরও সমৃদ্ধ করবে।