২০১০ সালের আইএলডিটিএস পলিসিকে বিদায় জানিয়ে ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার পরিষদের ৪১তম সভায় অনুমোদন করা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের খসড়া এই নীতিমালায়, প্রযুক্তি–নিরপেক্ষ ও সহজ কাঠামোয় ৫ ধরণের লাইসেন্সের প্রস্তাব করা হয়।