দারাজ বাংলাদেশ আরও বছরের সর্বচে বড় বিক্রয় উৎসব—১১.১১ ক্যাম্পেইন এনেছে। ‘দ্য রিয়েল বস’-- নামের বেচাকেনার এই উৎসব শুরু হবে ১০ নভেম্বর রাত ৮টায়। চলবে ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত। এর মাধ্যমে গ্রাহকরা টানা প্রায় দুই সপ্তাহ ধরে সকল পণ্য ক্যাটাগরিতে উপভোগ করতে পারবেন ছাড়, প্রতিযোগিতা এবং লাভজনক শপিং অভিজ্ঞতা।