মোবাইল ফোন আমদানিতে কোনও বাধা থাকবে না বলেও বৈঠকে জানানো হয়। তবে, কত পুরানো ফোন আমদানি কারা যাবে, কোন কোন মডেলের তা ডাক টেলিযোগাযোগ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। সকল পক্ষকে আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে লিখিতভাবে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। এছাড়া, মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনঃনির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলমান রয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে মধ্যস্থতা করবে। আমদানীকারক ও উৎপাদনকারীরা একসাথে বসে সরকারকে লিখিত ভাবে জানাবে বলে জানিয়েছে।