কমিশন সভায় জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক গ্রাহক পেয়েছে মাত্র ১ হাজার ৮শ ৬২ জন। এর মধ্যে আবাসিক গ্রাহকই বেশি, অর্থাৎ ১ হাজার ২শ ৫১ জন। বাকিরা ব্যবসায়িক কাজে স্টারলিংকের ইন্টারনেট সেবা নিচ্ছেন। আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে -আইআইজি থেকে এখন ৮০ জিবিপিএস ব্যান্ডউইডথ নিচ্ছে স্টারলিংক। এর মাত্র ৩০ জিবিপিএস ব্যবহৃত হচ্ছে গ্রাহক সেবায়। চব্বিশের ৫ আগস্ট, গণ–অভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এর পর, স্টারলিংক চলতি বছরের ২০ মে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে।