মাত্র ১৫ মিলিমিটার লম্বা, ১৭ মিলিমিটার চওড়া এবং ১ দশমিক ৪ মিলিমিটার পুরু এই মিনি এসএসডি আকারে মাইক্রোএসডি কার্ডের চেয়ে সামান্য বড়। তবে গতি অনেক বেশি। পিসিআইই ৪ x ২ সংযোগ ব্যবহার করে এটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ মেগাবাইট ডেটা পড়তে এবং ৩ হাজার ৪০০ মেগাবাইট লিখতে সক্ষম।