ULLU, MOLFLIX দেখাতে নিষেধাজ্ঞা
ভারতে ২৫টি পর্ন ওয়েব সিরিজের অ্যাপ বন্ধ
প্রকাশ: ১৫:২৯, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ১৫:৪৪, ৩০ জুলাই ২০২৫

পর্নোগ্রাফির নতুন ঠিকানা হয়ে উঠছিলো ভারত। বছর দুয়েক আগে শিল্পা শেঠির স্বামীকে পর্নোগ্রাফির দায়ে গ্রেপ্তারও করা হয়েছিলো। তখন থেকেই সাধারণ মানুষ জানতে শুরু করে এই গোপন ব্যবসার ঠিকানা।
কয়েক বছর ধরে ভারতে ওয়েব সিরিজ আকারে পর্ন মুক্তি দিচ্ছিলো বেশ কিছু অ্যাপ। এদের মধ্যে ULLU অন্যতম জনপ্রিয়। অনলাইনে সহজলভ্য হওয়ায়, ভারতের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তানেও জনপ্রিয়তা পায় এসব অ্যাপ। প্রবাসীদের হিসাবে ধরলে, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়ায়ও এসব অ্যাপের বহু গ্রাহক।
আবার গ্রাহক না হয়েও এদের কনটেন্ট পেতে পারেন অনেকে। টেলিগ্রামে গোপন গ্রুপে আদানপ্রদান হয় পাইরেসি ভিডিওগুলো। এতে তরুণ প্রজন্ম একপ্রকার ধ্বংসের মুখেই ছিলো।
ভিন্ন ধারার এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে অ্যাপগুলো বন্ধ করা ছাড়া আর উপায়ই ছিলো না হয়তো। ভারতের কেন্দ্রীয় সরকার দেরিতে হলেও সে পদক্ষেপই নিল। বন্ধ করা হলো ULLU সহ ২৫টি অ্যাপ। এদের মধ্যে পরিচিত আরও কয়েকটি নাম হল, ALTT, Big Shots app, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab app, Kangan app, Bull app, Jalva app, Wow Entertainment, Look Entertainment, Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul app, MoodX, NeonX VIP, Fugi, Mojflix এবং Triflicks.
খুঁজে খুঁজে এসব অ্যাপ বন্ধ করেছে ভারত সরকার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দিয়েছে যে তারা যেন ভারতে এগুলির পাবলিক অ্যাক্সেস বন্ধ করে দেয়।