রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

উন্মোচিত হলো অপো এ৬ প্রো

ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের সাথে অংশীদারত্ব

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৭:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের সাথে অংশীদারত্ব

ছবি: অপো

জনপ্রিয় টেলিভিশন শো ব্যাচেলর পয়েন্টের সাথে বিশেষ অংশীদারত্বে দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো। এর ফলে,  ‘বছরের সবচেয়ে বড় বাচেলর ট্রিপ’ বিশেষ এপিসোডে আরও বেশি আনন্দময় মুহূর্তের সঙ্গী হবে অপো এ৬ প্রো।

ব্যাচেলর পয়েন্টের কাহিনীর সাথে যুক্ত অপো এ৬ প্রোর এই অংশীদারত্ব প্রযুক্তির সঙ্গে  ভ্রমণ, বন্ধুত্ব ও মজার অ্যাডভেঞ্চার একসূত্রে গাঁথার বিষয়টি সামনে আনবে। স্পেশাল এপিসোডে দেখা যাবে, ব্যাচেলর পয়েণ্টের গ্যাং তাদের হাস্যরস ও আবেগঘন স্মরণীয় যাত্রায় ফোনটি হবে ভ্রমণসঙ্গী। 

অপো এ৬ প্রো -এর আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি মোড ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা নিশ্চিত করবে। এর ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দীর্ঘ সময় ধরে চালু থাকতে সহায়তা করবে। ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং যেকোনো সময় দ্রুত চার্জ করতে সক্ষম। ভ্রমণকারীরা এর রিভার্স চার্জিংয়ের মাধ্যমে ব্যাটারির সক্ষমতা শেয়ার করতে পারেন, যেন কেউই কানেকশনের বাইরে না থাকেন। দীর্ঘ সড়কযাত্রার জন্য, উন্নত সুপারকুল ভিসি সিস্টেম ডিভাইসটিকে ঠান্ডা রাখে, এমনকি দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহার করা হলেও এটি অ্যাডভেঞ্চারের জন্য যথার্থ সঙ্গী হিসেবে থাকবে।

যেকোনো যাত্রার জন্য প্রস্তুত এ৬ প্রো। এতে ব্যবহৃত মিলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্সের কারণে  ডিভাইসটি ভ্রমণের ঝাঁকুনির বিপরীতেও খুব ভালোভাবে টিকে থাকবে। এর ৩০০ শতাংশ আলট্রা ভলিউম মোড প্রতিটি যাত্রায় দেবে অনন্য অভিজ্ঞতা।

 অপো বাংলাদেশ আকর্ষণীয় প্রি-অর্ডার শুরু করেছে। ডিভাইসটি আরও সহজলভ্য করতে কার্ডলেস ইজি ইএমআই এবং শূণ্য শতাংশ সুদে ১২ মাস পর্যন্ত ব্যাংক ইএমআই, সহজ পেমেন্ট অপশন দিচ্ছে  টপপে। 

অপো বাংলাদেশের অথোরাইজড ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন,  বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যাচেলর পয়েন্টের সাথে অংশীদারত্বের মাধ্যমে আমরা দেখাতে পেরেছি কীভাবে আজকের তরুণদের প্রাণবন্ত, অ্যাডভেঞ্চারপূর্ণ ও মজাদার স্পিরিটের সাথে অপো এ৬ প্রো মানানসই। 

রোজউড রেড ও স্টেলার ব্লু এই দুইটি অনন্য রঙে অপো এ৬ প্রো ৮ জিবি র‍্যাম  ও ২৫৬ জিবি স্টোরেজের ফোনটির দাম ৩৪ হাজার ৯৯০ টাকায়।

আরও পড়ুন