কর্তৃপক্ষের দাবি
ইনস্টাগ্রামের তথ্য ফাঁস হয়নি, একাউন্ট নিরাপদ আছে
টেক স্ক্রল
প্রকাশ: ১০:১৪, ১৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:১৫, ১৩ জানুয়ারি ২০২৬
ইনস্টাগ্রামের তথ্য ফাঁস হয়নি, দাবি কর্তৃপক্ষের
কর্তৃপক্ষের দাবি
ইনস্টাগ্রামে বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে, যেখানে ঝুঁকিতে রয়েছে ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য। এ কারণে সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে পাসওয়ার্ড রিসেট করার অনুরোধ পেয়েছেন অনেক ব্যবহারকারী--এমন খবর সম্প্রতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বিষয়টি প্রথম দাবি করেছিল অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটস। গ্রাহকদেরকে ইমেইল বার্তায় তারা বলেছিলো, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের তথ্য ডার্ক ওয়েবে বিক্রির জন্য রাখা হয়েছে। নিয়মিত ডার্ক ওয়েব স্ক্যানিংয়ের সময় তথ্য ফাঁসের বিষয়টি নজরে আসে বলেও দাবি করে ম্যালওয়্যারবাইটস।
এনক্রিপশন না ভেঙেই হোয়াটসঅ্যাপ একাউন্ট দখল
তবে এটি এখন পর্যন্ত ভুল তথ্য বলেই ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। কারণ, মুখ খুলেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
সম্প্রতি পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ পান অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। এতজন একসঙ্গে পাসওয়ার্ড রিসেটের অনুরোধ পাওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। এই ঘটনার পরই ম্যালওয়্যারবাইটস দাবি করে, প্রায় ১ কোটি ৭৫ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সেনসিটিভ তথ্য অনলাইনে ফাঁস হয়ে গেছে। তারা এ-ও বলে যে, ফাঁস হওয়া তথ্যে ইনস্টাগ্রাম ইউজারনেম, ফোন নম্বর, ই-মেইল, এমনকি বাড়ির ঠিকানাও রয়েছে। তবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। জানিয়েছে, কোনো তথ্য ফাঁসের ঘটনা ঘটেনি। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদ আছে। একটি ত্রুটির কারণে কোনো থার্ড পার্টি, ব্যবহারকারীদের পাসওয়ার্ড রিসেটের ই-মেইল পাঠাতে সক্ষম হয়। ত্রুটি এরইমধ্যে সমাধান করা হয়েছে বলেও জানিয়েছে ইনস্টাগ্রাম।
চিপ বসানো ছাড়াই মানুষের মনের কথা উদ্ভাবনের প্রযুক্তিতে স্যাম অল্টম্যানের বিপুল বিনিয়োগ
