নতুন সার্চ ফিচার
ইউটিউবে সার্চের ক্ষেত্রে বাদ দেয়া যাবে শর্ট ভিডিও
টেক স্ক্রল
প্রকাশ: ১৫:০৯, ১১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৫৪, ১১ জানুয়ারি ২০২৬
ইউটিউবে সার্চের ক্ষেত্রে বাদ দেয়া যাবে শর্ট ভিডিও
নতুন সার্চ ফিচার
সার্চ অপশনের ফিল্টারে নতুন পরিবর্তন এনেছে ইউটিউব। ব্যবহারকারীর সার্চের অভিজ্ঞতাকে আরও কার্যকর ও সহজ করতে চাচ্ছে তারা। এই আপডেটের মাধ্যমে সার্চ অপশনকে আরও বেশি গোছানো হয়েছে। বাদ দেয়া হয়েছে এমন ফিচার, যেগুলো ঠিকমতো কাজ করছে না। পুরো বিষয়টি শেষ করতে ব্যবহারকারীদের অভিযোগ আমলে নিয়েছে গুগল।
এআই দিয়ে তৈরি মানহীন ভিডিওতে সয়লাব ইউটিউব
আপডেটের অংশ হিসেবে ‘টাইপ’ মেনুতে নতুন একটি শর্টস ফিল্টার যুক্ত করা হয়েছে। ব্যবহারকারী চাইলে সার্চ ফলাফল থেকে শর্টস ভিডিও পুরোপুরি মুছে ফেলতে পারবেন। এতে তুলনামূলক লম্বা ভিডিও খোঁজা সহজ হবে। একই সঙ্গে সার্চ ফিল্টারের ‘সর্ট বাই’ অপশনের নাম বদলে করা হয়েছে প্রায়োরিটাইজ। ‘ভিউ কাউন্ট’ অপশনটি বাদ দিয়ে পপুলারিটি যুক্ত করা হয়েছে। পপুলারিটি ফিল্টারে শুধু ভিউয়ের সংখ্যাই নয়, ভিডিও ভিউয়ের ওয়াচ টাইমসহ আরও কিছু গুরুত্বপূর্ণ সূচক বিবেচনায় নেয়া হয়েছে।
‘আপলোড ডেট: লাস্ট আওয়ার’ ও ‘সর্ট বাই রেটিং’ এই দুটি পুরনো অপশন সরিয়ে ফেলেছে ইউটিউব। গুগল বলেছে, অপশন দুটি ব্যবহারকারীদের প্রত্যাশা মতো কাজ করে না। তবে নতুন পপুলারিটি অপশন ব্যবহার করে জনপ্রিয় কনটেন্টও সহজে দেখা যাবে। নতুন এই সার্চ ফিল্টার আপাতত সীমিত কিছু ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে এটি পাওয়া যাবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
