বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

| ৩০ পৌষ ১৪৩২

শুল্ক কমিয়ে এনবিআরের ২ প্রজ্ঞাপন

৩০ হাজার টাকার বেশি দামের ফোন: আমদানি মোবাইলে কমবে ৫৫০০, দেশের ফোনে ১৫০০

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১২:০১, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৫২, ১৪ জানুয়ারি ২০২৬

৩০ হাজার টাকার বেশি দামের ফোন: আমদানি মোবাইলে কমবে ৫৫০০, দেশের ফোনে ১৫০০

৩০ হাজার টাকার বেশি দামের ফোনে কমবে আমদানিতে ৫৫০০,দেশের তৈরি ১৫০০

শুল্ক কমিয়ে এনবিআরের ২ প্রজ্ঞাপন

মোবাইল ফোনের মূল্য ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে সরকার। মঙ্গলবার এক সংক্রান্ত  প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।  একই সাথে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানো হয়েছে। কাস্টমস ডিউটি কমানোর কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে জন্য মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে আরটি  প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৫০ শতাংশ কমেছে।



এ সংক্রান্ত প্রজ্ঞাপন ২টি জারীর ফলে-

(ক) আমদানি হওয়া ৩০ হাজার টাকার বেশি দামের প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫,৫০০ টাকা কমবে। পাশাপাশি
(খ) দেশে সংযোজিত ৩০ হাজার টাকার অধিক মূল্যের প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১,৫০০ টাকা কমবে;

 চাকরি খুঁজে দেবে, সিভিও বানিয়ে দেবে চ্যাটজিপিটি

সরকার মোবাইল ফোন আমদানি এবং মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক হ্রাসের ফলে সকল ধরণের মোবাইল ফোনের মূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং দেশের নাগরিকগণের পক্ষে ডিজিটাল সেবা গ্রহণ সহজতর হবে বলে মনে করে বলে জানান  ধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব । 

 চিপ বসানো ছাড়াই মানুষের মনের কথা উদ্ভাবনের প্রযুক্তিতে স্যাম অল্টম্যানের বিপুল বিনিয়োগ 

সূত্র: এনবিআর

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন