বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

| ৩০ পৌষ ১৪৩২

নিশ্চিত উপহার এক জোড়া ইয়ারবাডস

অপো রেনো ১৫ সিরিজ প্রি-অর্ডারে শুরু

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১১:১৬, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:২২, ১৪ জানুয়ারি ২০২৬

অপো রেনো ১৫ সিরিজ  প্রি-অর্ডারে শুরু

বিজ্ঞাপন চিত্র-- অপোর সৌজন্যে

নিশ্চিত উপহার এক জোড়া ইয়ারবাডস

উন্মোচনের আগেই বাংলাদেশের ক্রেতাদের জন্য মোবাইল ইমেজিংয়ের ভবিষ্যৎ অভিজ্ঞতার সুযোগ দিচ্ছে অপো। আজ থেকে রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার নেয়া শুরু করেছে। 

রেনো১৫ সিরিজে ইন্টেলিজেন্ট ইমেজিং, উন্নত পোর্ট্রেট আর্ট এবং শক্তিশালী ভিডিও পারফরম্যান্সকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ফোনের সৃজনশীল সক্ষমতার চারটি প্রধান ইমেজিং উদ্ভাবন সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছে অপো।

এর আকর্ষণীয় ফিচার হলো ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা কেবল মুখ নয়, বরং একটি ফ্রেমের মধ্যে আপনার চারপাশ এবং প্রতিটি মুহূর্তের গল্প নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। এর বিস্তৃত ফিল্ড অব ভিউ এবং হাই রেজ্যুলেশন কোনো আপস ছাড়াই আরও বেশি মানুষ এবং দৃশ্যকে ফ্রেমের ভেতর জায়গা দিতে সক্ষম। গ্রুপ সেলফি থেকে শুরু করে ভ্রমণের রোমাঞ্চকর মুহূর্ত, সবই এখন হবে আরও জীবন্ত।

এর সাথে রয়েছে ৩.৫এক্স টেলিফটো ভাইব পোর্ট্রেট, যা সাধারণ পোর্ট্রেটকেও শৈল্পিক রূপ দেয়। উন্নত ডেপথ এবং সিনেম্যাটিক ফ্রেমিংয়ের মাধ্যমে এটি এমন সব পোর্ট্রেট ক্যাপচার করে যা দেখতে প্রফেশনাল এবং বেশ নান্দনিক। ফলে ব্যবহারকারীরা যেকোনো সাধারণ মুহূর্তকে অনায়াসে একটি গল্পের মতো করে ফ্রেমবন্দি করতে পারবে।

ফটোগ্রাফিকে আরও নিখুঁত করতে যোগ করা হয়েছে এআই পোর্ট্রেট গ্লো। এটি অপোর একটি ইন্টেলিজেন্ট বিউটি অ্যান্ড লাইটিং অ্যালগরিদম যা স্কিন টোন এবং পারিপার্শ্বিক আলোর মধ্যে ভারসাম্য বজায় রাখে। কৃত্রিমতা ছাড়াই প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা এর মূল লক্ষ্য। ফলে দিনের প্রখর আলো হোক বা স্বল্প আলো, প্রতিটি পোর্ট্রেট দেখাবে উজ্জ্বল ও প্রাণবন্ত।

ভিডিও নির্মাতাদের জন্য রেনো১৫ সিরিজ ফাইভজি নিয়ে এসেছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও। এটি হাই রেজ্যুলেশনের এইচডিআর ভিজ্যুয়ালের সাথে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সমন্বয়। ফলে ভিডিও করার সময় ফোন নড়াচড়া করলে অথবা, প্রতিকূল আলোতে ভিডিও করলেও ফুটেজ হবে একদম স্পষ্ট ও ঝকঝকে। ট্রাভেল ভ্লগ থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্তগুলো এখন থেকে সিনেমার মতো নিখুঁতভাবে ধারণ করা সম্ভব।

অফিসিয়াল লঞ্চের আগে  প্রি-অর্ডারে নিশ্চিত উপহার হিসেবে  এক জোড়া টিডব্লিউএস ইয়ারবাডস পাবেন। সঙ্গে থাকছে ২,০০০ টাকা পর্যন্ত গোজায়ান ট্রাভেল কুপন।

ডিভাইসটি কেনা সহজ করতে অপো ১৪টি নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত শূণ্য ইএমআই সুবিধা দিচ্ছে। এছাড়া, টপপে’র মাধ্যমে মাসিক মাত্র ২,৮১৫ টাকায় ৯ মাসের কিস্তি সুবিধাও রয়েছে এতে।

 চাকরি খুঁজে দেবে, সিভিও বানিয়ে দেবে চ্যাটজিপিটি

ক্রেতাদের মানসিক প্রশান্তি নিশ্চিত করতে প্রি-অর্ডারের সাথে থাকছে ১,২৯৯ টাকা মূল্যের ১ বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন প্ল্যান এবং ৭৯৯ টাকা মূল্যের অতিরিক্ত ১ বছরের ওয়ারেন্টি সুবিধা, যা নির্ভরযোগ্যতার প্রতি অপোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এছাড়াও প্রি-অর্ডারের ক্রেতারা অপোর ‘নিউ ইয়ার মেগা লটারি অফারে’ অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রি-অর্ডারের অভিজ্ঞতা আরও প্রাণবন্ত করতে এই লটারিতে থাকছে অপো এনকো বাডস৩ প্রো, একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, একটি মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২ এবং রুম হিটারের মতো আকর্ষণীয় সব পুরস্কার।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে আমরা এমন একটি ডিভাইস নিয়ে আসছি যা নান্দনিক উদ্ভাবন এবং ইমেজিং উৎকর্ষের প্রতি অপোর নিরন্তর প্রচেষ্টাকে প্রতিফলন।’

দেশজুড়ে অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার এখন সীমিত সময়ের জন্য উন্মুক্ত। খুব শীঘ্রই একটি অফিসিয়াল আয়োজনের মধ্য দিয়ে এর ডিজাইন, পারফরম্যান্স এবং অন্যান্য উদ্ভাবনগুলো বিস্তারিতভাবে প্রকাশ করা হবে। যারা আগামীর প্রযুক্তি আজই পেতে চান, তাদের জন্য রেনো১৫ সিরিজ ফাইভজি হতে পারে সেরা পছন্দ।

 প্রাপ্তবয়স্ক প্রেমিকা-প্রেমিকের মতো আচরণ করবে চ্যাটজিপিটি 

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন