রোববার, ১১ জানুয়ারি ২০২৬

| ২৬ পৌষ ১৪৩২

গুগল ও স্যামসাংয়ের সাথে প্রতিযোগিতা

প্রথমবার বইয়ের মতো ভাঁজ করা ফোন আনছে মটোরোলা

টেক স্ক্রল

প্রকাশ: ০১:১৭, ৯ জানুয়ারি ২০২৬

প্রথমবার বইয়ের মতো ভাঁজ করা ফোন আনছে মটোরোলা

প্রথমবার বইয়ের মতো ভাঁজ করা ফোন আনছে মটোরোলা

বইয়ের মতো ভাঁজ করা যায় এমন স্মার্টফোন আনছে মার্কিন কোম্পানি মটোরোলা। এর মাধ্যমে গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ড এবং স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৭ এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমে পড়লো মটোরোলা। তাদের নতুন ফোনের নাম দেয়া হয়েছে রেজর ফোল্ড। এতে আছে ৬.৬ ইঞ্চির স্ক্রিন এবং ৮.১ ইঞ্চির মূল ফ্লেক্সিবল ডিসপ্লে। তবে এর পুরুত্ব কতোটা তা জানায়নি কোম্পানিটি।

 ফোনে ম্যানুয়াল জুম রিং আনলো শাওমি

তবে স্যামসাং থেকে কিছুটা ভিন্ন পথে হেটেছে মটোরোলা। গ্যালাক্সি জেড ফোল্ড ৭ থেকে স্যামসাং যে 'পেন' ফিচার বাদ দিয়েছে, সেটি নিজেদের ফোনে যুক্ত করেছে মটোরোলা। এখন ফোল্ডেবল ফোনগুলো ট্যাবলেটের মতোও কাজ করে। তাই ব্যবহারকারীদের কাছে পেন বা স্টাইলাস ব্যবহারের সুবিধা বাড়তি গুরুত্ব পায়।

মটোরোলার নতুন ফোনের ক্যামেরা বেশ শক্তিশালী। ৫০ মেগাপিক্সেলের সনি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা রয়েছে এতে। এছাড়া সেলফি তোলার জন্য বাইরের স্ক্রিনে ৩২ মেগাপিক্সেল ও ভেতরের স্ক্রিনে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। ফোনটি দিয়ে ডলবি ভিশন মোডে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

ফোনটির স্পেসিফিকেশন, দাম এবং কবে নাগাদ বাজারে আসবে তা জানা যায়নি। তবে আগামী কয়েক মাসে এক এক করে বিভিন্ন তথ্য প্রকাশ করবে মটোরোলা।

সূত্র: এনগেজেট

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন