বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

| ১০ পৌষ ১৪৩২

আসছে স্যামসাংয়ের ফোন

উন্মোাচনের আগেই প্রতিযোগিতায় পড়লো ফোল্ডেবল আইফোন

টেক স্ক্রল

প্রকাশ: ১৩:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫

উন্মোাচনের আগেই প্রতিযোগিতায় পড়লো ফোল্ডেবল আইফোন

আসছে স্যামসাংয়ের ফোন ওয়াইড ফোল্ড

বহু প্রতীক্ষার পর আগামী বছর আসতে যাচ্ছে ফোল্ডেবল আইফোন। এ নিয়ে অ্যাপল ভক্তদের মাঝে বেশ উত্তেজনা রয়েছে। তবে বাজারে আসার আগেই ফোনটি প্রতিযোগিতায় পড়ে গেছে। এই ফোনের সঙ্গে পাল্লা দিতে ওয়াইড ফোল্ড নামে ফোন আনার ঘোষণা দিয়েছে স্যামসাং।

 এমন ফোনের আনার পরিকল্পনায় অ্যাপল যা হবে বিশ্বে প্রথমবার

স্যামসাংয়ের ফোনটি ২০২৬ সালে বাজারে আসবে। এর স্ক্রিন হবে অনেকটা অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোনের মতো। ওলেড ডিসপ্লেটির ভাঁজ অবস্থায় পুরুত্ব হবে পাঁচ দশমিক চার ইঞ্চি, পুরোটা খুললে হবে সাত দশমিক ছয় ইঞ্চি। অ্যাপলের আসন্ন ফোল্ডেবল ফোনে পাঁচ দশমিক তিন ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে, যা খুললে সাত দশমিক সাত ইঞ্চি হবে। এর স্ক্রিন রেশিও দৈর্ঘ্যের চেয়ে চওড়ায় বেশি হবে। মার্কিন বাণিজ্য বিষয়ক প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, অ্যাপলের ফোল্ডেবল ফোনটি দেখতে অনেকটা দুটি আইফোন এয়ার জোড়া লাগানোর মতো হবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন