আইফোনের ২০ বছর পূর্তি
এমন ফোনের আনার পরিকল্পনায় অ্যাপল যা হবে বিশ্বে প্রথমবার
টেক স্ক্রল
প্রকাশ: ১৩:১৪, ২০ ডিসেম্বর ২০২৫
শাওমির কনসেপ্ট ফোন, নতুন আইফোন অনেকটা এমন হতে পারে
২০২৭ সালে আইফোনের ২০ বছর পূর্তি। এ উপলক্ষ্যে এমন ডিজাইনের ফোন আনার পরিকল্পনা নিয়েছে অ্যাপল যা বিশ্বে প্রথমবারের মতো হতে যাচ্ছে। এই মডেলে সামনের দিকে কোনো ভাঁজ থাকবে না, পুরোটাই হবে স্ক্রিন। সম্ভাব্য মডেলটি ২০২৭ সালেই উন্মোচন হতে পারে।
বিশেষ এ মডেলের বডি হবে বাঁকানো কাঁচের তৈরি। সামনের দিকে কোনো কাটআউটও দেখা যাবে না। বর্তমানে আইফোনে থাকা নচ বা ডায়নামিক আইল্যান্ড নতুন মডেলে দেখা যাবে না। পর্দার বিস্তৃতি হবে ফোনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। মাঝখানের প্রান্তে, বাটন বসানোর জন্য শুধু একটি সরু ধাতব ব্যান্ড থাকতে পারে। ফেস ডিটেকশন সেন্সর ও ফ্রন্ট ক্যামেরা পর্দার নিচে রাখা।
রিয়েলমির ক্যাম্পেইনে ফোন ডুবিয়ে রাখা হয় পানির ট্যাঙ্কে
এছাড়া ২০২৬ সালে আইফোন ১৮ প্রো সিরিজে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনার পরিকল্পনাও আছে অ্যাপলের। আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স মডেলে পর্দার নিচে ফেস আইডি প্রযুক্তি যুক্ত হতে পারে। সামনের ক্যামেরাটি পর্দার ওপরের বাম দিকে সরানো হতে পারে।
নতুন মডেলে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরায় অ্যাডজাস্টেবল অ্যাপারচার প্রযুক্তি থাকতে পারে। বর্তমানে প্রো মডেলের আইফোনে ফিক্সড অ্যাপারচার থাকে। ফলে আলো নিয়ন্ত্রণ বা ব্যাকগ্রাউন্ড ঝাপসা করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে।
সূত্র: ইন্ডিয়া টুডে
