মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

| ৮ পৌষ ১৪৩২

ডস জোনের উদ্যোগ

ওয়েব ব্রাউজারেই খেলা যাবে গ্র্যান্ড থেফট অটোর ভাইস সিটি

টেক স্ক্রল

প্রকাশ: ১৬:০২, ২৩ ডিসেম্বর ২০২৫

ওয়েব ব্রাউজারেই খেলা যাবে গ্র্যান্ড থেফট অটোর ভাইস সিটি

ব্রাউজারেই খেলা যাবে ভাইস সিটি

ক্ল্যাসিক এবং জনপ্রিয় বিভিন্ন গেমকে অনলাইনে সহজলভ্য করার জন্য কাজ করেছে ব্রাউজারনির্ভর গেমিং প্ল্যাটফর্ম ডস জোন। ডুম, ডায়াবলো বা অরিগন ট্রেইলের মতো গেমের পর এবার গ্র্যান্ড থেফট অটো খেলার সুযোগ তৈরি হয়েছে প্ল্যাটফর্মটিতে। এখন থেকে কোনো সফটওয়্যার ইনস্টল না করে সরাসরি ব্রাউজারে খেলা যাবে গ্র্যান্ড থেফট অটো সিরিজের ভাইস সিটি।

ডস জোন জানিয়েছে, ব্রাউজারে অনায়াসে রান করানোর জন্য গেমটির ইঞ্জিনকে পুরোপুরি নতুনভাবে তৈরি করা হয়েছে। গেমটির রেন্ডারিং, অডিও এবং ফাইল অ্যাকসেস সিস্টেমগুলোকে ওয়েব অ্যাসেম্বলি ও আধুনিক ব্রাউজারের এপিআই উপযোগী করে নকশা করা হয়েছে। ফলে পিসিতে গেমটি আলাদাভাবে ইনস্টল করার ঝামেলা ছাড়াই ভালো পারফরম্যান্স পাওয়া যাবে।

ফ্যান-মেড মোডের ক্ষেত্রে এই গেমের নির্মাতাপ্রতিষ্ঠান রকস্টার গেমস অত্যন্ত কঠোর। এর আগে জিটিএ-র অনেক জনপ্রিয় ফ্যান প্রজেক্ট আইনি নোটিশের মুখে বন্ধ করে দিয়েছে তারা। এই ঝুঁকি এড়াতে ডস জোন শুরু থেকেই সতর্ক। গেমটি মুক্তি পাওয়ার প্রথম দিনেই এটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং প্রায় তিন লাখ বার লঞ্চ করা হয়। আইনি নোটিশ এড়াতে ডস জোন এরই মধ্যে গেমটির বিনামূল্যের ডেমো ভার্সন বন্ধ করে দিয়েছে।

বর্তমানে ব্রাউজারে ভাইস সিটি খেলার জন্য একটি বিশেষ শর্ত দেয়া হয়েছে। ব্যবহারকারীকে প্রমাণ করতে হবে যে তার কাছে গেমটির একটি অফিশিয়াল কপি আছে। গেমটি খেলতে হলে ব্যবহারকারীকে তার নিজের কেনা গেমের ডট ইএক্সই ফাইলটি আপলোড করতে হবে।

সূত্র: দা গেমার

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন