কয়েক মাস পরই উন্মোচন
চার্জিং স্ট্যান্ডসহ বাজারে আসছে সনির নতুন প্লে-স্টেশন মনিটর
টেকস্ক্রল
প্রকাশ: ১২:১২, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৮, ১৩ নভেম্বর ২০২৫
চার্জিং স্ট্যান্ডসহ প্লে-স্টেশন মনিটর
চার্জিং স্ট্যান্ডের অনন্য সুবিধা
সনির নতুন প্লে স্টেশন গেমিং মনিটরে ডুয়ালসেন্স কন্ট্রোলারের জন্য একটি চার্জিং স্ট্যান্ড যুক্ত করা হয়েছে। যারা ডেস্কে বসে খেলতে পছন্দ করেন, তাদের জন্য ২৭ ইঞ্চির এই মনিটর আনার ঘোষণা দিয়েছে সনি। এটি ২৫৬০ বাই ১৪৪০ রেজ্যুলেশনের। সেটআপের সময়ই অটোমেটিক এইচডিআর টোন ম্যাপিং করতে পারে। প্লে স্টেশন ফাইভ কিংবা ফাইভ-প্রোতে যুক্ত থাকলে ১২০ হার্টজ পর্যন্ত পরিবর্তনশীল রিফ্রেশ রেট দিতে পারে। তবে ম্যাকের সঙ্গে সংযুক্তির ক্ষেত্রে রিফ্রেশ রেট দাঁড়ায় ২৪০ হার্টজে।
‘এআই‑ফার্স্ট’ ডেভেলপার হিসেবে ঘোষণা ‘পাবজি’ নির্মাতা ক্র্যাফটনের
চার্জিং স্ট্যান্ডটির মতো কিছু অন্য ডিসপ্লেতে পাওয়া যাবে না বললেই চলে। এতে একটি হুক দেয়া হয়েছে যেটি পিএস-ফাইভ ডুয়ালসেন্স কন্ট্রোলার ধরে রাখতে পারবে। চার্জিং স্ট্যান্ডটি মনিটরের পেছন দিকে থাকে।
কবে আসছে বাজারে?
নতুন এই মনিটর বাজারে ছাড়ার নির্দিষ্ট দিন ঘোষণা করেনি সনি। তবে জানিয়েছে যে, ২০২৬ সালের কোন এক সময় যুক্তরাষ্ট্র ও জাপানের বাজারে পাওয়া যাবে এটি। এছাড়া এর দাম নিয়েও কোনো ধারণা দেয়নি সনি।
মনিটরটিতে বিল্টইন স্টেরিও স্পিকার রয়েছে। তারপরও ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকও দেয়া হয়েছে তারযুক্ত হেডফোন ব্যবহারের জন্য। এছাড়া দুটি এইচডিএমআই পোর্ট, কম্পিউটার রাখার জন্য একটি একক ডিসপ্লে-পোর্ট, প্লে স্টেশন যুক্ত করা বা ওয়্যারলেস হেডফোনের জন্য আছে একটি ইউএসবি-সি এবং দুটি ইউএসবি-এ পোর্ট।
সূত্র: দ্যা ভার্জ
