নিজস্ব জিপিইউ ক্লাস্টারে বড় বিনিয়োগের পরিকল্পনা
‘এআই‑ফার্স্ট’ ডেভেলপার হিসেবে ঘোষণা ‘পাবজি’ নির্মাতা ক্র্যাফটনের
টেকস্ক্রল
প্রকাশ: ০৭:৩৭, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৩৮, ২৬ অক্টোবর ২০২৫
 
							‘পাবজি ব্যাটলগ্রাউন্ডস’-এর বিশেষ ইভেন্ট দৃশ্য, মঞ্চ ও অ্যাকশনে নতুন চরিত্রের উপস্থিতি। ছবি: ক্র্যাফটন
নিজস্ব জিপিইউ ক্লাস্টারে বড় বিনিয়োগের পরিকল্পনা
ক্র্যাফটন জানিয়েছে, শুধু গেমিং নয় কোম্পানির সকল কার্যক্রম, মানবসম্পদ উন্নয়ন এবং ওয়ার্কফ্লোতে এআই‑কেন্দ্রিকতা প্রতিষ্ঠা করা হবে।
এই রূপান্তরের অংশ হিসেবে ২০২৬ সাল থেকে প্রতি বছর প্রায় ৩০ বিলিয়ন কোরিয়ান ওন (২১ মিলিয়ন মার্কিন ডলার) বাজেট থাকবে কর্মীদের এআই প্রশিক্ষণ, টুলস ইন্টিগ্রেশন এবং অবকাঠামো উন্নয়নের জন্য। নতুন জিপিইউ ক্লাস্টার প্ল্যাটফর্মটি ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে চালু হওয়ার কথা রয়েছে।
এআই-ভিত্তিক ওয়ার্কফ্লো, প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন
শুধু গেমিং নয় কোম্পানির সকল কার্যক্রম, মানবসম্পদ উন্নয়ন এবং ওয়ার্কফ্লোতে এআই-কেন্দ্রিকতা প্রতিষ্ঠা করা হবে।
এই রূপান্তরের অংশ হিসেবে ২০২৬ সাল থেকে প্রতি বছর প্রায় ৩০ বিলিয়ন কোরিয়ান ওন (২১ মিলিয়ন মার্কিন ডলার) বাজেট থাকবে কর্মীদের এআই প্রশিক্ষণ, টুলস ইন্টিগ্রেশন এবং অবকাঠামো উন্নয়নের জন্য। নতুন জিপিইউ ক্লাস্টার প্ল্যাটফর্মটি ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে চালু হওয়ার কথা রয়েছে।
গেম ডেভেলপমেন্টে ‘এজেন্টিক এআই’ ও নতুন প্রযুক্তির ব্যবহার
নতুন এআই প্ল্যাটফর্মের মাধ্যমে গেমের ভেতরে “এজেন্টিক এআই” (স্বয়ংক্রিয় সিদ্ধান্ত ও পরিকল্পনা নিতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে ক্র্যাফটন।
এতে গেমের চরিত্র ও পরিবেশ আরও স্মার্ট ও স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে।
পাশাপাশি, কর্মীদের জন্যও এআই‑ভিত্তিক নতুন ওয়ার্কফ্লো চালুর মাধ্যমে উৎপাদনশীলতা ও সৃজনশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ দ্রুত বাড়ছে অনলাইন গেমিং বাজার, ২০৩২ সালে আকার দ্বিগুণ হবে
বিশ্লেষকরা মনে করছেন, ক্র্যাফটনের এই উদ্যোগ কোরিয়ার গেম ও প্রযুক্তি খাতে বড় মাইলফলক।
এআই‑ভিত্তিক অবকাঠামো, দক্ষতা বৃদ্ধি এবং মানবসম্পদ রূপান্তরে এই বিনিয়োগ শিল্পখাতের অন্যান্য প্রতিষ্ঠানকেও এআই‑রূপান্তরে উৎসাহিত করবে।
ভবিষ্যতে গেম ও প্রযুক্তি শিল্পে এআই‑কেন্দ্রিক কার্যক্রম দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রঃ দ্য ভার্জ
আরও দেখুন : প্রাপ্তবয়স্ক প্রেমিকা-প্রেমিকের মতো আচরণ করবে চ্যাটজিপিটি

 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
															