রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

পাবজির সঙ্গে চুক্তি

যাত্রা শুরু করলো এয়ারটেল গেমিং অ্যারেনা

প্রকাশ: ১৯:২১, ২২ সেপ্টেম্বর ২০২৫

যাত্রা শুরু করলো এয়ারটেল গেমিং অ্যারেনা

দেশের গেমিং ইকোসিস্টেমে নিজেদের অবস্থানকে শক্ত করতে, পাবজি মোবাইলের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে রবি আজিয়াটার ব্র্যান্ড এয়ারটেল।

পাশাপাশি, ই-স্পোর্টস কমিউনিটিকে সংগঠিত করতে, এয়ারটেল গেমিং অ্যারেনা নামে একটি প্ল্যাটফর্ম চালুরও ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। তরুণ প্রতিভাদের জন্য একটি আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম হচ্ছে এয়ারটেল গেমিং এরেনা যেখানে নিজেদের দক্ষতা প্রদর্শন এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করতে পারবেন তরুণরা। সোমবার রাজধানীর রবি করপোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে, এসব তথ্য জানানো হয়। বলা হয়, পাবজি মোবাইলের সঙ্গে এই অংশিদারত্বের মাধ্যমে, ব্যবহারকারীরা বিশেষ ইভেন্ট উপভোগ করতে পারবেন। এসব উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে গভীর সম্পর্ক এবং গেমারদের জন্য শীর্ষস্থানীয় নেটওয়ার্ক হিসেবে নিজেদের তুলে ধরতে চায় এয়ারটেল।

অনুষ্ঠানে রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, হেড অব এয়ারটেল মার্কেটিং সৌরভ প্রকাশ খারে, এয়ারটেলার ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর তাহাসিনা রাফন, ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও এটিএল বিভাগের জেনারেল ম্যানেজার, জাইমা তাহসীন এবং ই- স্পোর্টস ও গেমিং বিভাগের জেনারেল ম্যানেজার শেখ ফাত্তাহ আহমেদ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন