রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

আগামী বছর উন্মোচন

জিটিএ-৬: অন্যতম বড় গেম লঞ্চ হতে যাচ্ছে?

প্রকাশ: ১১:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২৫

জিটিএ-৬: অন্যতম বড় গেম লঞ্চ হতে যাচ্ছে?

রকস্টার গেমসের গ্র্যান্ড থেফট অটোর, ভার্সন সিক্স আসছে ২০২৬ সালে। এক দশকের বেশি সময় এর জন্য অপেক্ষা করছেন গেমাররা। অনলাইনের ছাড়ানো নানা তথ্য এবং সীমিত আপডেটের কারণে জিটিএ সিক্স এখন পর্যন্ত সবচেয়ে প্রত্যাশিত গেম হিসেবে বিবেচিত হচ্ছে।

গেমের মাদার কোম্পানির ধারণা, ইতিহাসে সবচেয়ে বড় উন্মোচন হতে পারে জিটিএ সিক্স। এর প্রতি মানুষের আগ্রহ, বিক্রির সংখ্যা ও মিডিয়ার দৃষ্টি এতো বড় হবে যে প্রকাশের আগে যেকোনো গেমের চেয়ে বেশি আলোচিত ও গুরুত্বপূর্ণ হবে এটি।

২০২৩ সালের ডিসেম্বরে ঘোষণা দেয়ার পর থেকে জিটিএ সিক্স নিয়ে বিশ্লেষক ও গেমারদের আগ্রহ বেড়েই চলেছে। ভিডিও গেমের বাজার গবেষণায় জড়িত প্রতিষ্ঠান ডিএফসি ইন্টেলিজেন্সের ধারণা, শুধু প্রি-অর্ডার থেকেই গেমটি ১০০ কোটি ডলার আয় করতে পারে। এছাড়া প্রথম বছরে গেমটির আয় ৩০০ কোটি ডলার ছাড়ানোর আশা করছেন অনেকে।

চলতি বছর মুক্তির কথা ছিলো জিটিএ-সিক্সের। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গেমটি ২০২৬ সালের মে মাসে প্রকাশ করা হবে। মুক্তির তারিখ পেছানোর ঘোষণা দেয়ার কিছুদিনের মধ্যেই, গত মে মাসে নতুন ট্রেলার প্রকাশ হয়। যেটি, ২৪ ঘণ্টায় সব প্লাটফর্ম মিলিয়ে সাড়ে ৪৭ কোটির বেশি বার দেখা হয়। এরআগে এই রেকর্ড কারো নেই। সবচেয়ে কাছাকাছি রেকর্ড ডেডপুল অ্যান্ড উলভারাইন এবং ফ্যান্টাস্টিক ফোর-দ্যা ফার্স্ট স্টেপসের। প্রথমটির ট্রেলার ২৪ ঘণ্টায় ভিউ পায় সাড়ে ৩৬ কোটি এবং দ্বিতীয়টি পায় ২০ কোটি।

জিটিএ সিক্সের প্রথম ট্রেলার প্রকাশ পায় ২০২৩ সালের ডিসেম্বরে। তবে, গল্পের সংক্ষিপ্ত বিবরণ দেয়া হয দ্বিতীয় ট্রেলারে। প্রায় ৩ মিনিটের গল্পে দেখানো হয়, মূল চরিত্র জেসন ডুভাল ও লুসিয়া ক্যামিনোস ব্যর্থ ডাকাতির পর এক জটিল ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে।

জিটিএ সিক্সের সম্ভাব্য মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় বৈশ্বিক ভিডিও গেমসের বাজারও ধীরগতিতে বাড়ছে বলে ধারণা করছে গবেষণা প্রতিষ্ঠান নিউজু।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন