ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ
চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:১৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:১৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বিজয়দের সাথে অতিথিরা-- ছবি: স্পেস ইনোভেশন ক্যাম্প
ক্রিয়েটিভ জুনিয়র্স প্রেজেন্টস রোবো কিকার্স– ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডসের চূড়ান্ত পর্ব প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে শনিবার। ব্র্যাক ইউনিভার্সিটিতে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী প্রত্যেককে দেওয়া হয় সনদপত্র ও পদক।
শিশু-কিশোরদের রোবোটিক্স ও স্টিম শিক্ষায় অনুপ্রাণিত করতে স্পেস ইনোভেশন ক্যাম্প ও ব্র্যাক ইউনিভার্সিটি যৌথভাবে এই আয়োজন করে। প্রতিযোগিতায় দেশের ৩০ টিরও বেশি স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬–১০ বছর ও ১১–১৩ বছর ক্যাটাগরিতে প্রায় ৫০ এর অধিক টিম নক-আউট ফরম্যাটে প্রতিযোগিতা করে। অংশগ্রহণকারী প্রত্যেকে নিজেদের মেন্টরদের সহযোগিতায় সকার বট বানিয়েছে।
৬-১০ বছর ক্যাটেগরিতে আগা খান একাডেমি থেকে ২য় রানার্স আপ, রানার্স আপ ও চ্যাম্পিয়ন হয়েছে, যথাক্রমে টিম স্ট্রলার স্ট্রাইকারে মেম্বার আহমেদ আইদান আবদুল্লাহ, আহমেদ আলি আব্দুল্লাহ, টিম স্পিডি সার্কির মেম্বার আফরাজ রাহগির ও টিম টেক টাইটান, টিম মেম্বার ইরউইন তানিম।
১০-১২ বছর ক্যাটেগরিতে ২য় রানার্স আপ নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকার, টিম রোবট রানার মেম্বার জারিফ মাহমুদ, রানার্স আপ সাউথ ব্রিজ স্কুলের টিম রোবো কিউবের মেম্বার মিনাল মাহিত চৌধুরী, চ্যাম্পিয়ন টিম নিউরাল নেটওয়ার্কের মেম্বার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আরশান আরুশ এবং অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের রিশান আহমেদ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, রোবো কিকার্সের মাধ্যমে শিশু-কিশোররা প্রযুক্তি, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও দলগত কাজ শিখছে। এ ধরনের কার্যক্রম তাদের আগামী দিনের বিজ্ঞানী ও উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
বিশেষ অতিথি ছিলেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মনির হোসেন বলেন, বাংলাদেশের শিশু-কিশোররা সুযোগ পেলে আন্তর্জাতিক মানের উদ্ভাবক হয়ে উঠতে পারে।
স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, রোবো কিকার্সেশিশু-কিশোররা খেলতে খেলতে প্রযুক্তি শিখছে, সৃজনশীলতা আবিষ্কার করছে এবং দলবদ্ধভাবে এগিয়ে যেতে শিখছে।