বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

| ৩০ পৌষ ১৪৩২

ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার

আবেদন, নবায়ন ও প্রসেসিং ফি ছাড়াই মিলবে সেবা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১১:৩৫, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৫৪, ১৪ জানুয়ারি ২০২৬

আবেদন, নবায়ন ও প্রসেসিং ফি ছাড়াই মিলবে সেবা

ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধন করেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার

ফ্রিল্যান্সারদের জন্য স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত ভেরিফিকেশন ব্যবস্থা গড়ে  তুলতে দেশে প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার, রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগে সভাকক্ষে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব । এ সময় তিনি বলেন, অতীতের মত যাতে ফ্রিল্যান্সারদের খারাপ অভিজ্ঞতা না হয়, তার জন্য হয়রানি ও আর্থিক জালিয়াতির অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই সফটওয়্যার ব্যবহারের পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে।

এতে আবেদন ফি, নবায়ন ফি ও প্রসেসিং ফিসহ সব ধরনের আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট হয়রানি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন,  ডিওআইসিটি’র ২৯ জন প্রকৌশলী আইডি ভেরিফিকেশনে একটি রিসোর্স পুল হিসেবে দায়িত্ব পালন করবেন। কারিগরি সহায়তার জন্য ৪ জন সাপোর্ট এক্সপার্ট, শেয়ারড রিসোর্স পুল হিসেবে ফ্রিল্যান্সারদের পাশে থাকবেন। খুব শিগগিরই এপিআই  ভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থা চালু হবে। এপিআই ভেরিফিকেশনের দুই স্তর নিয়ে কমিউনিটির সঙ্গে সমঝোতা হয়েছে বলেও তিনি জানান তিনি।

বিশেষ সহকারী আরও বলেন, ইতিমধ্যে সাইটের ভিএপিটি  সফলভাবে সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার থেকেই সাইন আপ এবং ফ্রিল্যান্সার আইডির জন্য আবেদন করা যাচ্ছে। উল্লেখযোগ্য সংখ্যক ফ্রিল্যান্সারের ইউজার এক্সপেরিয়েন্স উন্নয়নে ফ্রিল্যান্সার কমিউনিটি লিডার ও বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশন যৌথভাবে কাজ করবেন বলেও জানান তিনি।

আইসিটি বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকে একটি ফরমাল চিঠি পাঠানো হবে, যাতে ভবিষ্যতে ম্যানুয়াল আইডির পরিবর্তে এই ডিজিটাল ফ্রিল্যান্সার আইডি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রহণ করে। ইতিমধ্যে জালিয়াতি ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আগের চুক্তি বাতিল করা হয়েছে এবং ফ্রিল্যান্সার কমিউনিটি লিডাররা স্বীকৃত পেমেন্ট মেথডে বার্ষিক ৫০ ডলারের মার্জিনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। আইসিটি বিভাগের প্রকৌশলীরা এই সফটওয়্যারটি তৈরি করেছেন তারাই এর রক্ষণাবেক্ষণ করবেন বলেও তিনি মন্তব্য করেন।

নতুন এই ফ্রিল্যান্সার আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা এবং সরকারি ও বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে এই প্ল্যাটফর্মটি একটি জাতীয় ফ্রিল্যান্সার ডেটাবেজ হিসেবে কাজ করবে, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা ও কাজের ধরন সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যৎ নীতিনির্ধারণে সহায়ক হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, এই উদ্যোগের ফলে ফ্রিল্যান্সারদের পরিচয় যাচাই সহজ হবে, ব্যাংকিং ও ভিসা সংক্রান্ত জটিলতা কমবে এবং দেশের ফ্রিল্যান্সিং খাত আরও স্বচ্ছ ও গতিশীল হবে।

 চাকরি খুঁজে দেবে, সিভিও বানিয়ে দেবে চ্যাটজিপিটি

আগে যে সকল ফ্রিল্যান্সাররা টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন তাদের বিষয়ে আইসিটি বিভাগের পদক্ষেপ বিষয়ে জানতে চাইলে তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ বলেন, যদি কেউ অভিযোগ করে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্ল্যাটফর্ম উদ্বোধনের পর উপস্থিত একজন ফ্রিল্যান্সারের আইডি কার্ড এর আবেদন অনুমোদন করা হয়।

অংশীজন সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো: আবু সাঈদ, বাক্যের সভাপতি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি, বাংলাদেশ ব্যাংক, আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপের প্রতিনিধি ও  ফ্রিল্যান্সাররা উপস্থিত ছিলেন।

 চিপ বসানো ছাড়াই মানুষের মনের কথা উদ্ভাবনের প্রযুক্তিতে স্যাম অল্টম্যানের বিপুল বিনিয়োগ

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন