বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

অক্টোবরে নগদের রেকর্ড লেনদেন

এক মাসে হাতবদল ৩৪ হাজার ৭০৫ কোটি টাকা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:০৭, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:০৯, ২ নভেম্বর ২০২৫

এক মাসে হাতবদল ৩৪ হাজার ৭০৫ কোটি টাকা

ছবি, নগদের পাঠানো

চলতি বছরের অক্টোবরে  ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ একমাসে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড করেছে। শেষ হওয়া এই মাসে প্রতিষ্ঠানটি ৩৪ হাজার ৭০৫ কোটিরও বেশি  টাকা লেনদেন করেছে।

সর্বোচ্চ লেনদেনের এই মাসে একদিনে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ১৫ অক্টোবর। এদিন গ্রাহকরা মোট এক হাজার ৬৪৫ কোটি টাকার লেনদেন করেন।

এর আগে, চলতি বছরের মার্চে একবার মাসে ৩৪ হাজার কোটি টাকার লেনদেনের করে নগদ। তারও আগে ২০২৪ সালের জুন মাসে একবার নগদের মাধ্যমে ৩২ হাজার কোটি টাকার লেনদেন হয়।

নগদের এই রেকর্ড  লেনদেনের ক্ষেত্রে সরকারি ভাতা বিতরণ গুরুত্বপূর্ণ  ভূমিকা রেখেছে। গত মাসেই সমাজসেবা ও মহিলা অধিদপ্তরের প্রায় ৭৯ লাখ মানুষের ভাতা বিতরণ করেছে  কোম্পানিটি। তাছাড়া,  ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পেমেন্ট এবং মোবাইল রিচার্জও ছিল উল্লেখ করার মত।

নতুন এই মাইলফলক অর্জনে সন্তুষ্ট নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদের বর্তমান ব্যবস্থাপনা পরিষদের ওপরে গ্রাহকদের আস্থা আগের চেয়ে বেড়েছে। আর এ কারণেই বাড়ছে লেনদেন।

সূত্র: নগদ

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন