ঢাকায় শুরু হলো তিন দিনের পর্যটন মেলা
হোটেল, উড়োজাহাজ ও ট্যুর প্যাকেজে বিশেষ ছাড়
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৮:২৪, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:২৬, ৩০ অক্টোবর ২০২৫
 
							ছবি,টোয়াব
বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার-বিটিটিএফ ২০২৫ শুরু হয়েছে, আজ বৃহস্পতিবার। তিন দিনের এই মেলা শেষ হবে শনিবার। রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ-টোয়াবের আয়োজনে এবারের টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আয়োজকরা জানান, দেশি-বিদেশি ১২০টিরও বেশি সংস্থা ও প্রতিষ্ঠান প্রায় ২২০টি স্টল ও ২০টি প্যাভিলিয়নে তাদের সেবা প্রদর্শন করছে। মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিভিন্ন এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও অন্যান্য পর্যটন–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
মেলায় পাকিস্তান, নেপাল ও ভূটানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন অংশ নিচ্ছে। পাকিস্তান, নেপাল, ভূটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলংকা, ফিলিপাইন, তুরস্ক, বাংলাদেশের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করছে। মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভিজিটরদের জন্য তাদের সেবা ও পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় প্রদান করছে। দেশি ও বিদেশি গন্তব্যে এয়ার টিকিট, তারকা হোটেলগুলোয় রুম বুকিং, ভ্রমণ প্যাকেজ ইত্যাদি এই মূল্যছাড়ে অন্তর্ভুক্ত। মেলায় সাইড লাইন ইভেন্ট হিসেবে থাকবে বিটুবি সেশন, সেমিনার, এওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও কান্ট্রি প্রেজেন্টেশন।
মেলার দর্শনাথীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন এবং দেশের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। থাকবে র্যাফেল ড্র পুরষ্কার। মেলার প্রবেশ মূল্যের উপর বিকাশের ক্যাশব্যাক অফারও থাকবে।
মেলার উদ্বোধনী পর্বে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নায়লা আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ড. মোঃ সাফিকুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. মাইনুল হাসান বক্তব্য রাখেন।
মেলায় প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। তবে, ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রবেশ উন্মুক্ত । মেলা প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত দর্শনাথীদের জন্য উন্মুক্ত থাকবে।

 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
					 
					 
					