শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

সাইবার সচেতন হোন, নিরাপদ থাকুন

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস শুরু ১ অক্টোবর

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস শুরু ১ অক্টোবর

ছবি: সিসিএএফ

সাইবার সচেতন হোন, নিরাপদ থাকুন’ প্রতিপাদ্যে ১ অক্টোবর  শুরু হচ্ছে ১০ম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবরের কর্মসূচি। ২০১৬ থেকে বাংলাদেশে এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে বেসরকারি সংস্থা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএএফ)। প্রতিবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স কর্তৃক এই ক্যাম্পেইনে অফিসিয়ালি যুক্ত হয়েছে সিসিএএফ।

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি, প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান পালো আল্টো নেটওয়ার্ক, স্মার্ট ডাটা টেকনোলজিস ও ফাইবার এট হোমের পৃষ্ঠপোষকতায় এবং ১৪টি সামাজিক সংগঠনের প্লাটফর্ম সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেনের (সিএসডব্লিউসি) সহযোগিতায় দেশজুড়ে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে আয়োজকরা ২৬ সেপ্টেম্বর জানান, মাসব্যাপী কর্মসূচিকে চার সপ্তাহে ভাগ করে বিষয়ভিত্তিক প্রচারকাজ চালানো হবে। প্রথম সপ্তাহে পাসওয়ার্ড ব্যবস্থাপনা, দ্বিতীয় সপ্তাহে মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন, তৃতীয় সপ্তাহে নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা এবং চতুর্থ সপ্তাহে সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করার বিষয় থাকবে। এসব মৌলিক নিয়ম মানা না হলে ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।

সিসিএএফের কর্মসূচির অংশ হিসেবে এরই মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  থেকে অনুষ্ঠান আয়োজনের প্রস্তাবনা আহ্বান করা হয়। এছাড়া মানবাধিকার সংগঠন, আইনজীবী, প্রযুক্তি পেশাজীবীদের নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, এসএমএস ও ইমেইল ক্যাম্পেইন, গণমাধ্যমে প্রবন্ধ প্রচারসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। সারাদেশ থেকে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নিতে পারবে। এজন্য বাংলায় দিকনির্দেশনামূলক টুলকিট প্রদান করবে সিসিএএফ। 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন