শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

আর্থিক সেবা প্রতিষ্ঠান

আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে টপপে

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৮:১০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে টপপে

গুলশানে টপপের অফিস উদ্বোধন- ছবি: ওপাস

বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে চীনের পরিচিত আর্থিক সেবা প্রতিষ্ঠান টপপে। এই উদ্যোগ সহজ পেমেন্ট সুবিধার মাধ্যমে বেশি মানুষের আর্থিক সুবিধা নিশ্চিত করবে। তাদের কার্ড ছাড়াই ইএমআই (কিস্তি) সেবার মাধ্যমে গ্রাহকরা খুব সহজ কিস্তিতে মোবাইল ফোন কিনতে পারবেন। এতে ক্রেডিট কার্ডের দরকার হবে না এবং হঠাৎ বড় অঙ্কের টাকা দেওয়ার ঝামেলাও কমে যাবে। ফলে আধুনিক স্মার্টফোন আরও সহজলভ্য হবে।

শনিবার, রাজধানীর গুলশানে টপপের অফিস উদ্বোধনী  করে টপপে। এ সময়  স্মার্টফোন ব্র্যান্ড অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাসের সঙ্গে তাদের অংশীদারাত্ব ঘোষণা করে।  এর মাধ্যমে গ্রাহকরা সহজ কিস্তিতে বিভিন্ন ব্র্যান্ডের ফোন কিনতে পারবেন এবং চাইলে নিয়মিত ডিভাইসও আপগ্রেড করতে পারবেন। বিশেষ করে তরুণ ও পেশাজীবীদের জন্য এটি নতুন প্রযুক্তি ব্যবহারকে আরও সহজ করবে।

টপপের সিইও চেনফেই বলেন –আমরা ইতোমধ্যে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করেছি। আগামী কয়েক বছরে আরও ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা আছে। আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ১৫ লাখের বেশি গ্রাহককে সেবা দেওয়ার জন্য টপপে কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, শুধু মোবাইল ফাইন্যান্সিং নয়, ভবিষ্যতে আমরা আর্থিক সেবা, পেমেন্ট, সামাজিক দায়িত্ব ও দাতব্য কাজেও যুক্ত হবো।

টপপের এই উদ্যোগ দেখায় যে তারা শুধু ব্যবসা নয়, বরং বাংলাদেশের টেক ইকোসিস্টেম ও গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সাথে তাল মিলিয়ে এগোতে চায়।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন